সিলিন্ডার ফেটে আগুন

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১২টা নাগাদ বস্তিতে আগুন লাগে। বাসিন্দাদের একাংশ জানান, বস্তিতে একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে। আতঙ্ক ছড়ায় বস্তিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০১:১৮
Share:

প্রতীকী ছবি।

খিদিরপুর রেলস্টেশনের কাছে একটি বস্তিতে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। ভস্মীভূত হয় ১২টি ঘর। কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের ওই বস্তির বাসিন্দারা জানান, একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পর্যায়ক্রমে ১০টি ইঞ্জিন যায়। যদিও দমকল জানিয়েছে, চারটি ইঞ্জিনেই দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনায় কেউ হতাহত হননি বলেই পুলিশ জানায়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১২টা নাগাদ বস্তিতে আগুন লাগে। বাসিন্দাদের একাংশ জানান, বস্তিতে একটি ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে। আতঙ্ক ছড়ায় বস্তিতে। দমকল আসার আগে স্থানীয় যুবকেরাই বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বস্তির বাসিন্দারা চেষ্টা করেছিলেন প্রয়োজনীয় জিনিসপত্র যতটা সম্ভব ঘর থেকে বার করে আনতে। কিন্তু আগুন আয়ত্তের বাইরে চলে যাওয়ায় অনেকেরই সর্বস্ব পুড়ে গিয়েছে। শহিদুন দেয়ার নামে এক বাসিন্দা বলেন, ‘‘বাড়িতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সব পুড়ে নষ্ট হয়ে গেল।’’

স্থানীয় ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামপিয়ারি রাম জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল ও অন্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলাকাতেই একটি জায়গায় তাঁদের খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement