Bowbazar

‘বিপজ্জনক’ বাড়িতেই আগুন

শনিবার সন্ধ্যায় বৌবাজার থানার ডেমজ়েন লেনের একটি তেতলা বাড়ির উপরের তলে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৭:৩৫
Share:

বৌবাজারের পুরনো বাড়িতে জ্বলছে আগুন। শনিবার। ছবি: বিশ্বনাথ বণিক।

জরাজীর্ণ বাড়ির গায়ে ঝোলানো কলকাতা পুরসভার ‘বিপজ্জনক’ নোটিস। শনিবার সন্ধ্যায় বৌবাজার থানার ডেমজ়েন লেনের সেই তেতলা বাড়ির উপরের তলে আগুন লাগল। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভায়। তবে হতাহতের কোনও খবর নেই।

Advertisement

ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্কীর্ণ রাস্তায় দমকলকর্মীদেরও কাজ করতে বেগ পেতে হয়। স্ত্রী সাদিয়া আজিজ, তিন শিশুসন্তান এবং শ্বশুর-শাশুড়িকে নিয়ে তেতলায় বসবাস করেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার সময়ে তিনি অফিসে ছিলেন। তাঁর পরিবারের বাকি সদস্যদের নিরাপদে বার করে নিয়ে আসা হয়। বার করে আনা হয় রান্নার গ্যাসের দু’টি সিলিন্ডারও।

এ দিন ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘‘ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ জানা যাবে।’’ স্থানীয়দের একাংশের দাবি, বাড়িটি প্রোমোটারকে দেওয়ার কথা চলছিল। বাসিন্দারা সহমত হতে পারেননি এখনও। সাদিয়ার অভিযোগ, ‘‘ঘটনাটি কাকতালীয় না-ও হতে পারে। বাড়িটির উপরে প্রোমোটারদের নজর আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement