নিমতলায় আগুন। নিজস্ব চিত্র।
নিমতলার ঘিঞ্জি এলাকায় একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। খবর পেয়ে সেখানে যান মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে নিমতলা এলাকার একটি কাঠের গুদামে আগুন লাগে। দাহ্যবস্তু থাকায় চটজলদি আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। খবর পেয়ে সেখানে যান মন্ত্রী শশী পাঁজা। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সাবধান করা হয়। কয়েকটি বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বেলা সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী।