প্রতীকী ছবি
আগুনে ভস্মীভূত হয়ে গেল গেঞ্জির কাপড় তৈরির একটি কারখানা। দমকলের চারটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ায় এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আগরপাড়া স্টেশন রোড এলাকায়।
পুলিশ ও দমকল সূত্রের খবর, কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নর্থ স্টেশন রোডের শালপাতা বাগান এলাকায় রয়েছে ওই কারখানাটি। এ দিন বেলা ১১টা নাগাদ আচমকাই কারখানার একটি যন্ত্রে আগুন ধরে যায়। সুতো, কাপড় ও দাহ্য রাসায়নিক মজুত থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে প্রথমে পানিহাটি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আসে। পরে নিউ ব্যারাকপুর, কামারহাটি, ব্যারাকপুর লালকুঠি থেকে আরও ইঞ্জিন আসে। বেলঘরিয়া থানার পুলিশও ঘটনাস্থলে আসে।
স্থানীয় লোকজন জানান, আগুনে একের পর এক রাসায়নিকের ড্রাম ফাটতে থাকে। অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। লোহার বিম আগুনের তাপে বেঁকে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দমকলকর্মী আবদুল হক। তাঁকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে প্রাথমিক
চিকিৎসার পরে ছাড়া হয়। লালকুঠি দমকল কেন্দ্রের ওসি সুব্রত গুহ বলেন, ‘‘তুলো এবং সুতো জাতীয় দ্রব্য থাকায় খুব তাড়াতাড়ি আগুন ভয়াবহ আকার নিয়েছিল। কারখানায় কোনও অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল না।’’