দু’দফায় চার ঘণ্টা লড়াই করেও তিন দিন ধরে আটকে থাকা একটি বেড়ালছানাকে উদ্ধার করতে পারল না দমকল। আজ, শনিবার নতুন করে তাকে উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দমকলকর্তারা।
শুক্রবার অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের একটি পোস্ট সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তাঁরা জানান, খন্না এলাকার একটি বহুতলের তিনতলায় তিন দিন ধরে আটকে রয়েছে একটি বেড়ালছানা। তাঁদের অভিযোগ, বারবার দমকলের দ্বারস্থ হয়েও সাহায্য মেলেনি। এর পরেই পশুপ্রেমীদের তরফে দমকলে আবার যোগাযোগ করা হয়। বিকেল তিনটে নাগাদ ঘটনাস্থলে যান দমকলকর্মীরা। দেখা যায়, ওই বহুতলের তিনতলার নিকাশি পাইপের পাশে ঘুলঘুলিতে ঢুকে রয়েছে বেড়ালছানাটি। প্রথমে মই লাগিয়ে তার নাগাল পাওয়ার চেষ্টা হয়। তবে ভিড় দেখলেই দ্রুত লুকিয়ে পড়ছিল সে। শর্মিষ্ঠা দত্ত নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘খাবার দিয়ে ওকে বার করে আনার চেষ্টা করা হয়। কিন্তু আসেনি। এর পরে দমকল হোসপাইপ দিয়ে জল দেয়। তাতে বেড়ালটি ভয়ে আরও ভিতরে ঢুকে যায়।’’ তার পরে অবশ্য ফিরে যান ওই দমকলকর্মীরা।
এলাকার লোকজন জানিয়েছেন, ভিড় দেখে লুকিয়ে পড়লেও এলাকা ফাঁকা হলেই ক্ষীণ শব্দে কান্না জুড়ে দিচ্ছে ওই বেড়ালছানা।
এ দিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দ্বিতীয় দফায় ঘটনাস্থলে গিয়ে বেড়ালটিকে উদ্ধারের চেষ্টা করেন দমকলকর্মীরা। তাতেও অবশ্য সাফল্য আসেনি। বেড়ালটি নিজের জায়গা থেকে বেরোয়নি।
দমকলের অধিকর্তা সমীর চৌধুরী বলেন, ‘‘শনিবার আমরা ফের চেষ্টা করব। বেড়ালটা আসলে খুব ভয় পাচ্ছে।’’
হরিপদ হালদার নামে ঘটনাস্থলে উপস্থিত এক পুরকর্মী বলেন, ‘‘এর আগেও এখানে একটা বেড়াল আটকে পড়েছিল। ঘুলঘুলির বাইরে ঝুড়িতে খাবার দিয়ে বার করে এনে নামাতে হবে। কাল সকালেই চেষ্টা করব।’’
আপাতত পশু অধিকার রক্ষা কর্মীরা চাইছেন, ঘুলঘুলিতেই আরও কিছু ক্ষণ টিকে থাকার লড়াই চালিয়ে যাক ওই বেড়ালছানা।