প্রতীকী ছবি।
‘বল’ ছুড়লেই নিভে যাবে আগুন!
আগুন নেভাতে এমন প্রযুক্তিই আনতে চলেছে দমকল দফতর। পুজোর আগে রাজ্যের ১৪৪টি দমকলকেন্দ্রে পৌঁছে যাচ্ছে ২২০০টি ‘ফায়ার বল’। এই বল আসলে ‘মনো অ্যামোনিয়াম ফসফেট’-এর মিশ্রণ। প্রতিটির ওজন প্রায় দেড় কিলোগ্রাম। দফতর সূত্রের খবর, রাজস্থানের যোধপুর থেকে আনা ২২০০ ফায়ার বলের দাম পড়েছে প্রায় ২২ লক্ষ টাকা। বুধবার ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরে এই ফায়ার বলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
দমকল দফতর সূত্রের খবর, পুজোর সময়ে বিপদ হলে দ্রুততার সঙ্গে অগ্নি নির্বাপণে জল, ফোমের পাশাপাশি কাজে আসবে এই ফায়ার বল। দমকলের আধিকারিকেরা জানান, কোথাও আগুন লাগলে ঘটনাস্থলে একটি ফায়ার বল ছুড়ে দিলেই নিমেষে আগুন উধাও হয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত দমকলমন্ত্রীর কথায়, ‘‘শহরের বিভিন্ন বড় পুজো মণ্ডপের কাছে দমকলের স্টল থাকবে। ওখানে মজুত থাকবে ফায়ার বল। বিপর্যয় মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতেই বিশেষ এই ফায়ার বল আনা হল।’’
দমকলের ডিজি জগমোহন বলেন, ‘‘অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করতে প্রশিক্ষিত কর্মীর দরকার। কিন্তু ফায়ার বল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কোনও প্রশিক্ষণের দরকার নেই। সাধারণ মানুষও অগ্নিনিরোধক ব্যবস্থা হিসেবে কিনে ব্যক্তিগত সংগ্রহে এটি রাখলে বিপদের সময়ে কাজে আসবে।’’
এ দিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপের কর্মীদের দমকলের প্রাথমিক পাঠ দেওয়া হয়। প্রচণ্ড ভিড়ে মণ্ডপে আগুন লাগলে কী ভাবে দ্রুত তা নেভানো সম্ভব, সেটিও হাতেকলমে দেখিয়ে দেন দমকলকর্মীরা।