গলে যাওয়া মোমের মতো দোতলার সিঁড়িতে ঝরে পড়ছে জ্বলন্ত বিদ্যুতের কেবলের প্লাস্টিক। মাকড়সার জালের মতো দেওয়াল জুড়ে থাকা সেই কেবলে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। অফিসের দরজা দিয়ে বেরোনো গেলেও ঝরে পড়া জ্বলন্ত প্লাস্টিক পেরিয়ে নামতে পারছেন না দুই প্রৌঢ়। প্রাণভয়ে চিৎকার জুড়েছেন তাঁরা।
শনিবার সকালে বড়়বাজার থানা এলাকার ১০ নম্বর ক্লাইভ রো-র ঘটনা। পুলিশ জানায়, সাত তলা একটি বাড়ির দোতলায় পাটের কারবারের একটি অফিসের দরজার পাশ থেকে প্রথম আগুনের ফুলকি দেখতে পান ব্রজদুলাল দাস ও নিরুত্তম পাল নামে ওই দুই প্রৌঢ়। তাঁরা দেখেন, সিঁড়ির গা বেয়ে বিদ্যুতের কেবলের জট থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। তাঁরাই ওই অফিস এবং অন্যান্য তলের অফিসের কর্মীদের খবর দেন। খবর পেয়ে অনেকেই নিচে নেমে এলেও কেবল গলে পড়তে দেখে নামতে পারছিলেন না ব্রজদুলালবাবু এবং নিরুত্তমবাবু।
পুলিশ জানায়, প্রথমে স্থানীয়েরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকল পৌঁছে আগুন আয়ত্তে আনে। এর পরে পুলিশ ও দমকলকর্মীরাই ওই দুই প্রৌঢ়কে নীচে নামিয়ে আনেন। দমকলের এক অফিসার জানান, মনে হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন।