জ্যোতি সিনেমার কাছে বহুতলে আগুন, আহত এক দমকলকর্মী

জানা গিয়েছে, ওই বহুতলে বেশ কয়েকটি অফিস রয়েছে। তবে ভিতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ১৩:৪৩
Share:

ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। নিজস্ব চিত্র।

জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণিতে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। শুক্রবার দুপুরে ওই বহুতলে আগুন লাগে। স্থানীয়রা কালো ধোঁয়া বেরোতে দেখেই দমকলে খবর দেন। শুক্রবার দুপুর ২টো নাগাদ এই প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ওই বহুতলে বেশ কয়েকটি অফিস রয়েছে। তবে ভিতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। পাশের বহুতলগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তার জন্য দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এক দমকলকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গত ৮ মার্চ সন্ধ্যায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটে পূর্বরেলের দফতরে। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যে স্ট্র্যান্ড রোডেই আরও একটি বহুতলে আগুন লাগে। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি। রেলের দফতরে আগুনের ঘটনা থেকেই শিক্ষা নিয়ে স্ট্র্যান্ড রোডের বহুতলে খুব সন্তর্পণে এবং দ্রুততার সঙ্গে আগুন আয়ত্তে এনেছিলেন দমকলকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement