Fire

বিরাটিতে বাড়িতে আগুন লেগে মৃত ২, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান

বিরাটির মহাজাতি নগর এলাকায় একটি বাড়িতে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনায় মারা গিয়েছেন ২ জন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ০৯:৫৩
Share:

বিরাটির মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু ২ জনের। প্রতীকী ছবি।

বিরাটির মহাজাতি নগর এলাকায় একটি দোতলা বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ২ জনের। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দু’টি ইঞ্জিন। সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সূত্রের খবর, আগুন লাগার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বাবা-মা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছলে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। পরে, দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিত না হলেও দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই বাড়িতে আগুন লাগে।

Advertisement

সূত্রের খবর, বিদ্যুতের মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় (৫৯) একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তাঁর বাবার বয়স ৯২ বছর। সূত্রের খবর, রেলের প্রাক্তন কর্মী ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement