প্রতীকী ছবি।
রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হল অস্ত্র-সহ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি গয়না। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা সোমবার রাতে ওই আধিকারিকের কসবার রাজডাঙা মেন রোডের বাড়িতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই ১১টি বন্দুক এবং প্রচুর কার্তুজ উদ্ধার করে।
পুলিশ জানায়, দার্জিলিং জেলার ওই পদস্থ আধিকারিক দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে কর্মরত। তাঁর বিরুদ্ধে আগেই দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গুন্ডা দমন শাখার আধিকারিকেরা কসবায় প্রায় আড়াই কাঠা জমিতে ওই আধিকারিকের চারতলা বাড়িতে অভিযান চালান। তখনই দু’টি রাইফেল, নাইন এমএম পিস্তল এবং দেশি বন্দুক উদ্ধার হয়।
মঙ্গলবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা গেল, সদরে তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৬ সালে কসবার বাড়িটি তৈরি হলেও, বাড়ির মালিক ওই পুলিশ আধিকারিক পাড়ায় কারও সঙ্গে মিশতেন না। পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে বাড়িতে দু’জন মহিলা ছিলেন। তাঁরা বন্দুকগুলির লাইসেন্স দেখাতে পারেননি। লালবাজার সূত্রের খবর, লাইসেন্স খতিয়ে দেখতে পুলিশ আধিকারিককে শীঘ্রই ডেকে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রের খবর, অস্ত্রের পাশাপাশি উদ্ধার হওয়া লক্ষাধিক টাকা এবং গয়নাও হিসাব বহির্ভূত কি না তা খতিয়ে দেখতে প্রতারণা দমন শাখার সাহায্য নেওয়া হবে।