কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিচ্ছেন অগ্নিমিত্রা পাল।—ছবি ভিডিও থেকে।
করোনা আর দেশবাসীর মাঝে যাঁরা প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশবাসী সাড়াও দিয়েছিলেন সে আহ্বানে। তবে তাতেই শেষ নয়। এ বার কৃতজ্ঞতা প্রকাশের স্বতঃপ্রণোদিত উদ্যোগও শুরু হল। লকডাউনের রাজপথে কর্মরত পুলিশকর্মীদের হাতে মাস্ক, স্যানিটাইজার, মিষ্টি তুলে দিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল এবং তাঁর সঙ্গীরা।
বেঙ্গল ইনটেলেকচুয়াল সোসাইটির তরফ থেকে বৃহস্পতিবার অভিনব উদ্যোগ নিয়েছিলেন অগ্নিমিত্রারা। এ দিন গড়িয়াহাট মোড়ে গিয়ে সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের প্রথমে পুষ্পবৃষ্টি করে বরণ করেন তাঁরা। তার পরে অগ্নিমিত্রারা প্রত্যেকের হাতে মিষ্টির প্যাকেট, হ্যান্ড স্যানিটাইজারের বোতল এবং মাস্ক তুলে দেন।
এই উদ্যোগ কেন? অগ্নিমিত্রা বললেন, ‘‘গোটা দেশে লকডাউন চলছে। আমরা সবাই ঘরে বসে। যাঁরা ঘরে বসে থাকতে চান না, তাঁরাও ভয়ে ঘর থেকে বেরচ্ছেন না। কিন্তু তার মাঝেও লকডাউনকে কার্যকরী করতে এই পুলিশকর্মীরা রাত-দিন রাস্তায় দাঁড়িয়ে থাকছেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা উদয়াস্ত পরিশ্রম করছেন। এই কঠিন সময়ে নিজেদের পরিবার-পরিজন ভুলে যে ভাবে এঁরা দেশের সেবা করছেন, তাতে এটুকু কৃতজ্ঞতা না জানালে অপরাধ হয়।’’ অগ্নিমিত্রার কথায়, ‘‘আমরা সবাই জানি, ওঁরা কী ভাবে কাজ করছেন। ওঁরাও জানেন যে, ওঁরা কত বড় কাজ করছেন। কিন্তু আমরা যাঁরা উপকৃত হচ্ছি, তাঁরা যদি একবার সামনে গিয়ে ওঁদের জানাই যে আমরা কৃতজ্ঞ, তা হলে ওঁদের মনোবল আরও বাড়ে। সে কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছিলাম।’’
আরও পড়ুন: ‘বাইরে নয়, বাড়িতে বসে ছবি আঁকো’, শহরের খুদেদের পাশে পুলিশকাকুরা
আরও পড়ুন: বাজারে এলেই করা হবে জীবাণুমুক্ত, গেট বসছে নিউমার্কেটে