মারা গেলেন প্রাক্তন মেয়র পারিষদ রাজীব দেব

দীর্ঘ রোগভোগের পরে মারা গেলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ রাজীব দেব। তাঁর বয়স হয়েছিল ৭০। শুক্রবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর একমাত্র কন্যা বর্তমান। পারিবারিক ও দলীয় সূত্রে খবর, বছরখানেক ধরে তিনি অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থায় অবনতি হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ১৬:৩৭
Share:

রাজীব দেব।—ফাইল চিত্র।

দীর্ঘ রোগভোগের পরে মারা গেলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ রাজীব দেব। তাঁর বয়স হয়েছিল ৭০। শুক্রবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর একমাত্র কন্যা বর্তমান। পারিবারিক ও দলীয় সূত্রে খবর, বছরখানেক ধরে তিনি অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরেই তাঁর শারীরিক অবস্থায় অবনতি হচ্ছিল। এ দিন তাঁর মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে আসেন তৃণমূল নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় প্রমুখ। রাজীববাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। রাজীববাবু ২০০০ থেকে ২০০৫ এবং ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত মেয়র পারিষদ ছিলেন। তবে, অসুস্থতার কারণে গত পুর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাঁর বদলে ৬৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন সুদর্শনা মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement