Human Trafficking

মানব পাচার নিয়ে তথ্য চাইল কমিশন

অপরাধের তথ্যের পাশাপাশি এ বার মানব পাচার এবং বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যও জানতে চাইল নির্বাচন কমিশন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০২:০৭
Share:

—প্রতীকী চিত্র।

প্রতিটি ভোটযুদ্ধের সাধারণত এক মাস আগে থেকে নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য চায় সংশ্লিষ্ট রাজ্যের থানাগুলির কাছে। এ বছর ভোটের উত্তাপ এখনও সেই ভাবে না মিললেও চলতি মাস থেকেই ওই তথ্য সংগ্রহ শুরু করেছে তারা। সেই তালিকায় অপরাধের তথ্যের পাশাপাশি এ বার মানব পাচার এবং বাল্যবিবাহ সংক্রান্ত তথ্যও জানতে চাইল নির্বাচন কমিশন।

Advertisement

সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের গোড়ায় এ রাজ্যের দায়িত্ব নেওয়ার কথা নির্বাচন কমিশনের। অর্থাৎ তখন থেকে ভোট মেটা পর্যন্ত গোটা পুলিশ এবং প্রশাসন তাদের অধীনে থাকবে। ইতিমধ্যেই কমিশনের নির্দেশে থানাগুলিকে প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা এবং অপরাধ সংক্রান্ত তথ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি, গত তিন বারের নির্বাচনে কোন বুথে বা শহরের কোথায় কোথায় গোলমাল হয়েছে, তারও সবিস্তার রিপোর্ট পাঠানো হয়েছে। লালবাজারের দাবি, নির্বাচন কমিশন যা যা চাইছে, সব কিছুই পাঠানো হচ্ছে। এক পুলিশকর্তার কথায়, ‘‘এই সব তথ্য লুকনোর কিছু নেই। মনে করা হচ্ছে, এই নথি খতিয়ে দেখে কমিশন তাদের পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement