কঙ্কালসার: এই রাস্তাতেই পাথর ছিটকে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা, নবতিপর এক বৃদ্ধা। এর পরে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এলাকার লোকজন। মঙ্গলবার, টিটাগড়ের ঘোষপাড়া রোডে। নিজস্ব চিত্র।
খানাখন্দে ভরা রাস্তায় লরির চাকায় ঘষা লেগে পাথর ছিটকে রক্তাক্ত হলেন নবতিপর এক বৃদ্ধা। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল টিটাগড় থানা এলাকার ঘোষপাড়া রোড। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বাসিন্দারা। এর জেরে ওই রাস্তায় দু’ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে ঘোষপাড়া রোডের শাঁখারিপাড়া এলাকায় একটি বাড়ির নীচে বসে ছিলেন ওই বৃদ্ধা। সেই সময়ে লরির ধাক্কায় কঙ্কালসার রাস্তার পাথর ছিটকে তাঁর মুখে লাগে। বৃদ্ধার মুখ-কান দিয়ে রক্ত বেরোতে থাকে। ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তাঁর মুখের হাড় ভেঙে গিয়েছে। এর পরেই স্থানীয় মহিলারা ক্ষিপ্ত হয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বাদানুবাদ হয় পুলিশের। পরে রাস্তা সারানোর ব্যাপারে পুলিশ তাঁদের আশ্বস্ত করলে বিক্ষোভ উঠে যায়।
এক স্থানীয় বাসিন্দা তানিয়া দাস বলেন, ‘‘প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। পাথর ছিটকে আসার ঘটনা এখানে নতুন কিছু নয়। এখন ওই বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব কে নেবে?’’ স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি প্রদীপকুমার সেন বলেন, ‘‘লালকুঠি থেকে ১৬ নম্বর রেলগেট পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। রোজই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যেই এই অংশের সংস্কারের কাজ শুরু হওয়ার কথা।’’ পূর্ত দফতর সূত্রের খবর, রাস্তার ওই অংশ সারানোর ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। দফতরের এক আধিকারিক বলেন, ‘‘বেহাল রাস্তার ২০০ মিটার অংশেই এই ঘটনা ঘটেছে। ঠিকাদারকে অবিলম্বে কাজ শুরু করতে বলা হয়েছে।’’