LPG

আগুনে ফাটল সিলিন্ডার, মৃত্যু বৃদ্ধের

পুলিশ জানায়, প্রদীপবাবু যে ঘরে শুয়ে ছিলেন, সেখানেই একটি গ্যাস সিলিন্ডার ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২০ ০২:০১
Share:

—প্রতীকী চিত্র।

আগুন নেভানোর জন্য দমকলকর্মীরা ঘরে ঢুকতে না ঢুকতেই গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ রায় (৬৬)। তিনি কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী।
পুলিশ ও দমকল সূত্রের খবর, এ দিন ভোর সওয়া ৫টা নাগাদ ওই দোতলা বাড়ির একতলার ঘর থেকে গলগল করে ধোঁয়া ও আগুনের হল্কা বেরোতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সার্ভে পার্ক থানার পুলিশ ও দমকল। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পুলিশ সূত্রের খবর, দমকলের অফিসার ও কর্মীরা আগুন আয়ত্তে আনার কাজ শুরু করার পরেই সেখানে রাখা গ্যাস সিলিন্ডার আচমকা ফেটে যায়। আর তাতেই আগুন আবার নতুন করে ছড়িয়ে পড়ে। প্রবল তাপে ভেঙে পড়ে ওই ঘরের এক দিকের দেওয়াল। কোনও মতে রক্ষা পান দমকলের টালিগঞ্জ শাখার ওসি। তিনি আগুনের মধ্যে ওই বৃদ্ধকে বার করার চেষ্টা করলেও পারেননি। দমকলের ওই অফিসার কোনও মতে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে যখন আগুন নিভিয়ে ওই বৃদ্ধকে বার করা হয়, তত ক্ষণে তাঁর দেহ পুড়ে কালো হয়ে গিয়েছে।
পুলিশ জানায়, প্রদীপবাবু যে ঘরে শুয়ে ছিলেন, সেখানেই একটি গ্যাস সিলিন্ডার ছিল। ভোরবেলায় কোনও ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এবং তা ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকায় প্রদীপবাবু বেরোতে পারেননি। তবে তাঁর স্ত্রী ও ছেলে পাশের ঘরে থাকায় তাঁরা বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন।
তাঁদের কোনও ক্ষতি হয়নি। দমকলকর্মীরা জানিয়েছেন, ওই ঘরে সিলিন্ডারটি যদি না থাকত, তা হলে এত বড় অঘটন ঘটত না। প্রদীপবাবুকে হয়তো বাঁচানো যেত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement