অবশেষে পূর্ব রেলের ‘রেলওয়ে সেফ্টি কমিশনার’ (সিআরএস) ঘুরে দেখলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। বিশেষত যেখানে রেল লাইনের তলা দিয়ে মেট্রোর সুড়ঙ্গ যাবে, মঙ্গলবার দুপুরে হাওড়া স্টেশনের সেই অংশটি ঘুরে পর্যবেক্ষণ করলেন তিনি। আগামী দু’তিন দিনের মধ্যেই যার রিপোর্ট তিনি দিল্লিতে পাঠিয়ে দেবেন বলে জানালেন সিআরএস প্রদীপকুমার আচার্য।
এ দিন পর্যবেক্ষণের পরে প্রদীপবাবু জানান, পূর্ব রেলের হাওড়া স্টেশনের যে এলাকা দিয়ে ইস্ট-ওয়েস্টের সুড়ঙ্গ নিয়ে যাওয়া হবে সেখানে কম্পনের সম্ভবনা রয়েছে। তাই আগাম সর্তকতার জন্য ওই কাজের সময়ে হাওড়া লাগোয়া বঙ্কিম সেতু কমপক্ষে ১০ দিন বন্ধ রাখতে হবে। কাজের দিনে ওই এলাকায় যান চলাচল যাতে ঠিক রাখা যায়, তাই মেট্রো-কতৃর্পক্ষকে হাওড়া কর্পোরেশন এবং সিটি পুলিশের সঙ্গে একটি বৈঠক করে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রদীপবাবু।
গত ১৭ দিন ধরে হাওড়া ময়দানে মাটির তলায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ইস্ট-ওয়েস্টের টানেল বোরিং মেশিনটি। হাওড়ায় রেল লাইনের তলা দিয়ে সুড়ঙ্গ কাটা হবে বলে পূর্ব রেলের সিআরএসের অনুমতির জন্য আবেদন করেছিলেন ইস্ট-ওয়েস্ট কতৃর্পক্ষ। কিন্তু মাস খানেক কেটে গেলেও অনুমতি না মেলায় ১৪ জুলাই থেকে এক জায়গাতেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল মেশিনটি। ফলে কাজের কাজ কিছুই হচ্ছিল না, উল্টে মেশিনটি সচল রাখতে গিয়ে তেল পুড়ে অর্থদণ্ড দিতে হচ্ছিল মেট্রো কতৃর্পক্ষের। আগামী তিন-চার দিনের মধ্যে দিল্লি থেকে প্রয়োজনীয় অনুমতি এলে মেশিনটি ফের সুড়ঙ্গ কাটার কাজ শুরু করবে বলে জানিয়েছেন মেট্রো-কতৃর্পক্ষ।
বঙ্কিম সেতু বন্ধ রাখা ছাড়াও সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি বিষয় ওই অনুমতি পত্রে থাকবে বলেও জানিয়েছেন প্রদীপবাবু। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সিআরএস-এর নির্দেশ মেনেই সুড়ঙ্গের কাজ হবে।