কলকাতা পুরসভার কাজে স্বচ্ছতা ফেরাতে এ বার প্রত্যেকটি দফতরে ই-দরপত্র ডাকা হবে। ফাইল ছবি।
কলকাতা পুরসভার কাজে স্বচ্ছতা ফেরাতে এ বার প্রত্যেকটি দফতরে ই-দরপত্র ডাকা হবে। একইসঙ্গে, ২০১৭ সালের পর পার্কিং দফতরে কোনও দরপত্র ডাকা হয়নি। সম্প্রতি পার্কিং দফতরে দরপত্র ডাকা হলেও তা বাতিল করা হয়েছে। সোমবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘কাজে স্বচ্ছতা ফেরাতে পার্কিং দফতর-সহ সমস্ত পুর দফতরে ই-টেন্ডার ডাকা হবে। পার্কিং দফতরে সম্প্রতি ফিজ়িক্যাল টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু তাতে অভিযোগ আসায় বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী এখন সমস্ত বিষয়কেই ই-টেন্ডারিংয়ের মাধ্যমে আসতে হবে।’’
মেয়রের কথায়, ‘‘বিগত দিনে ফিজ়িক্যাল টেন্ডারে অনেক সময়ে অস্বচ্ছতা ধরা পড়েছে। তাই ই-টেন্ডারেই সকলকে অংশগ্রহণ করতে হবে।’’ অতীতে পার্কিং দফতরে ই-দরপত্র ছাড়াই বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করায় অভিযোগ উঠেছিল। অভিযোগ, বেশি টাকা দিয়ে আবেদন করলেও সেই সংস্থাকে সুযোগ না দিয়ে অপেক্ষাকৃত কম টাকার আবেদনকারীকে সুযোগ দেওয়া হয়েছিল। ই-টেন্ডার চালু হলে সমস্ত দুর্নীতি দূর হবে বলে মনে করেন মেয়র।