সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম বদ্রীনাথের মন্দির। নিজস্ব চিত্র।
প্রতি বছরই মণ্ডপ এবং প্রতিমায় চমক থাকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়। এ বার পরিস্থিতি কিছুটা অন্য রকম। করোনার আতঙ্কও রয়েছে। তাই এ বছর পুজোর আচার-অনুষ্ঠান নিয়ম মেনে হলেও, সংক্রমণের ঝুঁকি কমাতে অনেক বারোয়ারি পুজো উদ্যোক্তারা জাঁকজমকের দিকে ঝুঁকছেন না। ব্যতিক্রমী সন্তোষ মিত্র স্কোয়ার। গত কয়েক বছরের মতোই এ বারও চমক দিতে তৈরি তারা। মণ্ডপ তৈরি হচ্ছে বদ্রীনাথ মন্দিরের আদলে। সাবেকিয়ানা এবং থিমের মেলবন্ধন থাকছে।
২০১৮ সালে বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা প্রায় ৪০ কোটি টাকার রূপোর রথ তৈরি করে চমকে দিয়েছিল। তার আগে দুর্গাপ্রতিমাকে সোনার শাড়ি পাড়ানো হয়েছিল। ২০১৯ সালের চমক ছিল সোনার দুর্গা। ‘খাঁটি সোনা’ দিয়ে ১২ ফুটের ওই দুর্গা তৈরি করতে লেগেছিল আনুমানিক ১৭ কোটি টাকা!
সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেন, “নিয়ম মেনেই সব কিছু হবে এ বছর। দূরত্ববিধিও মেনে চলা হবে। এ বছর বদ্রীনাথের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। আমাদের প্রতিমা তৈরি করছেন মিন্টু পাল। তবে এ বছর অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। সব কিছু কাটিয়ে দুর্গাপুজো হবে, এটাই আমাদের আশা।”
আরও পড়ুন: করোনার বাধা কাটিয়ে বিদেশমুখী দুর্গাপ্রতিমা
আরও পড়ুন: মেক্সিকোয় এয়ারপোর্ট নির্মাণ করতে গিয়ে বেরিয়ে এল দৈত্যাকার প্রাণীদের কঙ্কাল