Clashes

স্বাস্থ্যসাথী-র কার্ড করানো ঘিরে হাতাহাতি

পাল্টা অভিযোগে সাধনবাবু জানিয়েছেন, সরকারি কর্মসূচিতে প্রভাব খাটাচ্ছিলেন বিদায়ী কাউন্সিলরের লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০২:৪২
Share:

—প্রতীকী ছবি

‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে স্বাস্থ্যসাথী-র কার্ড করানো ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর মারামারিতে ধুন্ধুমার বাধল উল্টোডাঙায়। শুক্রবার ওই শিবির হচ্ছিল কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে। অভিযোগ, স্থানীয় মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে শিবিরে পৌঁছলে গন্ডগোল শুরু হয়। বিদায়ী কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, “মন্ত্রী দলবল নিয়ে এসে সরকারি শিবিরে ভাঙচুর করেছেন, রেজিস্টার ছিঁড়ে দিয়েছেন। টেবিল উল্টে ফেলে সরকারি কর্মসূচির ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়েছে।’’ পাল্টা অভিযোগে সাধনবাবু জানিয়েছেন, সরকারি কর্মসূচিতে প্রভাব খাটাচ্ছিলেন বিদায়ী কাউন্সিলরের লোকজন। তিনি বলেন, “সরকারি কাজ সরকারি কর্মীরা করবেন। সেখানে কোনও রাজনৈতিক দল থাকবে না। বিদায়ী কাউন্সিলরের লোকজন টেবিল পেতে প্রভাব খাটাচ্ছিলেন। আমরা তাঁদের সরিয়ে দিয়েছি। আবারও বলছি, এ ভাবে টেবিল পাতা হলে ভেঙে দেব।” স্থানীয়দের দাবি, এই ঝামেলায় অনেকেই স্বাস্থ্যসাথীর আবেদনপত্র জমা দিতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement