Drone

এন্টালি এলাকায় মাঠে আড্ডা, পুলিশের ড্রোন দেখে ছুট

এন্টালি থানার এলাকার একটি মাঠে আড্ডায় মেতে ছিলেন বেশ কয়েক জন স্থানীয় যুবক-কিশোর। পুলিশের ড্রোন দেখেই তো চোখ ছানাবড়া!

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ২০:০৪
Share:
Advertisement

লকডাউন চলছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরতে বারণ করা হচ্ছে পুলিশের তরফে। মুখে মাস্ক পরতে বলা হচ্ছে।

কিন্তু কে শোনে কার কথা? করোনা মোকাবিলায় দিনরাত এক করছে পুলিশ-প্রশাসন। অন্য দিকে মাঠে, পাড়ার মোড়ে আড্ডায় ব্যস্ত এলাকাবাসী। চলছে খেলাধূলাও। কেউ আবার ঘুড়ি ওড়াচ্ছেন।

Advertisement

এন্টালি থানার এলাকার একটি মাঠে আড্ডায় মেতে ছিলেন বেশ কয়েক জন স্থানীয় যুবক-কিশোর। পুলিশের ড্রোন দেখেই তো চোখ ছানাবড়া! ড্রোন দেখেই যে যে দিকে পারছেন, পড়ি কি মরি বলে ছুট…। পাঁচিল টপকেও পালাতে দেখা গিয়েছে ড্রোন ক্যামেরায়।

আরও পড়ুন: ১৯ হাজার ছুঁইছুঁই দেশে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত বেড়ে ৬০৩

Advertising
Advertising

এ ভাবেই শহরের বিভিন্ন প্রান্তে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। যেখানে শারীরিক ভাবে পৌঁছনো সম্ভব হচ্ছে না, সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে সাফল্য মিলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement