অসুস্থ প্রবীণ চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।— ফাইল চিত্র
গুরুতর অসুস্থ বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। শুক্রবার ফুসফুসে সংক্রমণ নিয়ে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রবীণ চিকিৎসক। গুরুতর অসুস্থ হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে তাঁর কোভিড-১৯ রিপোর্ট নেগেটেভ এসেছে।
হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সুকুমার মুখোপাধ্যায়কে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক।
নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকেরা। বয়স ৮৫ বছর। সেটাই চিন্তার বিষয় বলে মনে করেছে মেডিক্যাল টিম। নিউমোনিয়ার প্রভাব শরীরে কতটা পড়েছে, তা খতিয়ে দেখতে বুকের এক্স-রে করা হয়েছে।
আরও পড়ুন: দত্তাবাদ, আমডাঙা, মধ্যমগ্রামে শুরু টিকার মহড়া, পর্যবেক্ষণ সফটওয়্যারে
হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিন আগে তাঁর জ্বর আসে। সঙ্গে কাশি ছিল। সে কারণে তাঁর করোনা পরীক্ষা হয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই। তাঁর কোভিড-১৯ রিপোর্ট নেগেটেভ এসেছে। কিন্তু শ্বাসকষ্ট নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। রাজ্যের নামী চিকিৎসকদের মধ্যে একজন সুকুমার মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বিলেতফেরত আরও তিন যাত্রী আক্রান্ত
করোনা আবহেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসক মহল।