ভেঙে পড়ার ৫ বছর শুরু হল বিবেকানন্দ রোড উড়ালপুল পুরোপুরি খুলে ফেলার কাজ। ২.২ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৯ সালে। উদ্দেশ্য ছিল কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগ সহজতর করা। বেশ কয়েক বছরের টালবাহানার পর ২০১৬ সালেও শেষ হয়নি নির্মাণকাজ। ২০১৬ সালের ৩১ মার্চ, দুপুর সাড়ে ১২টা নাগাদ, কলকাতার ব্যস্ততম রাস্তার ওপর ভেঙে পড়ে বিবেকানন্দ রোড উড়ালপুল । প্রাণ হারিয়েছিলেন ২৭ জন, আহত হয়েছিলেন শতাধিক। ধ্বংসস্তূপ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলেও পড়ে ছিল উড়ালপুলের নিশ্চল কাঠামো। শেষ পর্যন্ত, ১৫ জুন, ২০২১ তারিখে শুরু হল বিবেকানন্দ রোড উড়ালপুল ভাঙার প্রথম পর্যায়ের কাজ।