KMC Election 2021

Dilip Ghosh: কলকাতায় বিজেপি দুর্বল, তবে রাজ্যের বাকি পুরভোটে ফাঁকা মাঠে গোল হবে না: দিলীপ

কলকাতায় বিজেপি-র সাংগঠনিক দুর্বলতার কথা মানলেও দিলীপ বলেছেন, রাজ্যের অন্যান্য জেলায় বিজেপি-র সংগঠন তুলনায় ভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১০:০৩
Share:

দিলীপ ঘোষ।

কলকাতায় বিজেপি-র সংগঠন দুর্বল। তাই কলকাতা পুরভোটে বিজেপি ভাল ফল করবে এমন আশা ছিল না। তবে রাজ্যের বাকি পুরসভাগুলিতে এমন একতরফা ভোট হবে না এমনটাই বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।

কলকাতার ছোট লালবাড়ি দখলের লড়াইয়ে গত বছরের তুলনায় ভোট কমেছে বিজেপি-র। সেই ফল বিশ্লেষণ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে দিলীপ মন্তব্য করেন, ‘‘কলকাতা নিয়ে বিজেপি-র আশা ছিল না। কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে বাধা নেই। তবে কলকাতায় বিজেপি-র সাংগঠনিক দুর্বলতার কথা মানলেও দিলীপ বলেছেন, ‘‘রাজ্যের অন্যান্য জেলায় বিজেপি-র সংগঠন অনেক ভাল। রাজ্যের বাকি অংশে পুরভোট তেমন (কলকাতার মতো) হবে না।’’

কলকাতার পুরনির্বাচনে ২০১৫ সালে ১৫.৪২ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। আসন পেয়েছিল সাতটি। এ বার এই দুই ক্ষেত্রেই ফল খারাপ হয়েছে। মোট প্রাপ্ত ভোটের মাত্র ন’শতাংশ এসেছে বিজেপি-র ঝুলিতে। জয়ী হয়েছেন মাত্র তিন জন প্রার্থী। ফলাফল প্রসঙ্গে এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, এটা জনতার মত নয়। যে ভাবে ভোট হয়েছে, তাতে এই ফলই হওয়ার ছিল। কিছুটা সুকান্তের সুরেই দিলীপ বলেছেন, ‘‘এ রাজ্যে সন্ত্রাস চলেছে।’’ তবে সুকান্তর মতো শুধু ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়েই অভিযোগ তোলেননি তিনি। সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করেছেন। বলেছেন, ‘‘কলকাতায় আমরা বিধানসভাতেও ভাল ফল করতে পারিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement