সোমবার ভোরে আগুন লাগল ছাগলপট্টি বস্তিতে। নিজস্ব চিত্র।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি। সোমবার ভোর পাঁচটা নাগাদ ওই বস্তিতে আগুন লাগে। সেই আগুনের জেরে পুড়ে ছাই হয়েছে অনেকগুলি ঝুপড়ি। দমকলের ৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
নারকেলডাঙার ছাগলপট্টি এলাকায় রয়েছে প্রচুর ঝুপড়ি। ফলে গায়ে গায়ে থাকা সেই ঝুপড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সেখানে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমারও ফেটে যায়। যার জেরে আগুন আরও ছড়িয়ে পড়ে। দমকলের ৭টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। স্থানীয় মানুষরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ছাগলপট্টির আগুন এখন নিয়ন্ত্রণে। ঝুপড়িগুলি পুড়ে যাওয়ায় বাসিন্দাদের ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে গিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সেখানে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁর সামনে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বাইপাসে বাঁচাও শুনে তৎপর, তরুণীর উদ্ধারে পা ভাঙল মহিলার
আরও পড়ুন: বৌবাজার বিপর্যয়ের স্মৃতি ফেরাল কাদাজল