ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র
এক পুরকর্তার বেফাঁস মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে বিধাননগর পুরসভায়।
শুক্রবার পুরসভার বোর্ড মিটিং ছিল। সূত্রের খবর, বৈঠক চলাকালীন ট্রেড লাইসেন্স নিয়ে নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। কিন্তু সেই সময়ে আধিকারিকেরা পাল্টা যুক্তি দেখাতে গেলে তাপসবাবু তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমলাতান্ত্রিক জরুরি অবস্থা (বুরোক্র্যাটিক ইমার্জেন্সি) চলছে।’’ তাপসবাবুর এমন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়ে যায়। বিষয়টি শেষ পর্যন্ত মেয়র কৃষ্ণা চক্রবর্তীর হস্তক্ষেপে মীমাংসা হয় বলে খবর।
যদিও তাপসবাবু এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘বোর্ড মিটিংয়ের ভিতরের কোনও বিষয় নিয়ে বাইরে কোনও মন্তব্য করব না।’’
মেয়র কৃষ্ণাদেবীও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘‘কে কাকে ব্যক্তিগত ভাবে কী বলেছেন, তা নিয়ে মন্তব্য করব না। দ্রুত ট্রেড লাইসেন্স দিতে চেষ্টা করছে পুরসভা।’’