বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে সচেতনতায়

সে সব ভেবেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইন্ডিয়া অটিজ়ম সেন্টার (আইএসি) বিশেষ ভাবে সক্ষমদের পক্ষে এক আন্তঃকলেজ বিতর্কসভার আয়োজন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

২০১১ সালের জনগণনা অনুযায়ী, এ দেশে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সংখ্যা আড়াই কোটির বেশি। চিকিৎসকদের মতে, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। তাই সময় থাকতেই ওঁদের সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি, বিশেষত ভবিষ্যৎ প্রজন্মের কাছে।

Advertisement

সে সব ভেবেই সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইন্ডিয়া অটিজ়ম সেন্টার (আইএসি) বিশেষ ভাবে সক্ষমদের পক্ষে এক আন্তঃকলেজ বিতর্কসভার আয়োজন করে। যেখানে বিশেষ ভাবে সক্ষমদের গ্রহণযোগ্যতা, শিক্ষা ও কাজের সুযোগ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ১৫টি কলেজের ৮০ জন পড়ুয়া অংশ নেন। প্রথম হয় লোরেটো কলেজ। সংস্থার চেয়ারম্যান সুরেশ সোমানি বলেন, “সমাজে বিভিন্ন যোগ্যতার মানুষকে সম্মান জানানো হয়। ওঁদের কেন তা প্রাপ্য নয়? প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক। ওঁদের সেই অধিকারের জন্যেই এই প্রচেষ্টা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement