নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ।- নিজস্ব চিত্র।
বিএসসি নার্সিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র ই এম বাইপাসে পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতাল চত্ত্বর। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ওই হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখান নার্সিংয়ের পড়ুয়ারা।
মৃতের নাম রিঙ্কি ঘোষ (২১)। মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে হস্টেলের শৌচালয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন রিঙ্কি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীরা কেমন পড়াশোনা করছেন, তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার দুপুরে অভিভাবকদের আসতে বলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের বিরুদ্ধে অভিভাবকদের কাছে আপত্তিকর কথা বলা হয়েছে। তারই জেরে মানসিক চাপ সহ্য করতে পারেননি রিঙ্কি। তাই ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেন।
মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। বাধার মুখে পড়তে হয় সংবাদমাধ্যমকে। অভিযুক্তদের গ্রেফতাদের দাবিতে বিক্ষোভ দেখান সহপাঠীরা। তখন ছাত্রীদের ওপর চড়াও হন নিরাপত্তারক্ষীরা। এর পর উপ-নগরপাল (পূর্ব) রুপেশ কুমার ঘটনাস্থলে পৌঁছতেই ক্ষোভ উগরে দেন হস্টেলের ছাত্রীরা৷ অভিযোগ, তাঁদের ওপর মানসিক নির্যাতন করছেন কর্তৃপক্ষ। অসুস্থ থাকলেও হাসপাতালের ডিউটি করতে বলা হচ্ছে।
আরও পড়ুন- নার্সিং-স্কুল ঘুপচি ঘরে, শুরু তদন্ত
আরও পড়ুন- খেলাধুলোয় সুনাম ও আগ্রহ এবং নার্স হওয়ার হস্তরেখার চিহ্ন
বিক্ষোভের জেরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। যদিও পড়ুযাদের দাবি, পরিষেবা ব্যাহত হয়নি৷নিরাপত্তারক্ষী এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন তাঁরা। যদিও এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।