Coronavirus

কর্মীর মৃত্যু, আতঙ্কে বন্ধ পুর কাউন্টার

বিভাগীয় কর্মীরা দাবি করেন, সোম থেকে বুধবার— টানা তিন দিন অফিস জীবাণুমুক্ত করতে হবে। দু’টি কাউন্টারই বন্ধ রাখার দাবি জানান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০১:৪৮
Share:

প্রতীকী ছবি

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের অধীনস্থ জন্ম-মৃত্যুর শংসাপত্র বিভাগের এক কর্মীর মৃত্যুর পরেই করোনা আতঙ্কে শনিবার দিনভর বন্ধ ছিল ওই বিভাগের পুরভবন ও মির্জ়া গালিব স্ট্রিটের দু’টি কাউন্টার। পরে পুর কর্তৃপক্ষ জানান, ওই ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ। এই কারণে সোমবারও মির্জ়া গালিব স্ট্রিটের কাউন্টারটি বন্ধ রাখা হয়েছিল। বিভাগীয় কর্মীরা দাবি করেন, সোম থেকে বুধবার— টানা তিন দিন অফিস জীবাণুমুক্ত করতে হবে। দু’টি কাউন্টারই বন্ধ রাখার দাবি জানান তাঁরা।

Advertisement

পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “ওই বিভাগের এক কর্মী মারা গিয়েছেন। তাই মির্জ়া গালিব স্ট্রিটের কাউন্টার বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। পুরভবনের কাউন্টার খোলাই থাকছে। সমস্ত নিয়ম মেনে মোট কর্মীর ৫০ শতাংশ এখানে বসে কাজ করবেন। ওই অফিস চত্বর জীবাণুমুক্ত করা হয়েছে।’’

পুর কর্তৃপক্ষ জানান, বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁদের বলা হচ্ছে, সরাসরি কোনও পুরকর্মীর সঙ্গে দেখা না করে নথিপত্র ড্রপবক্সে ফেলে যেতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement