—প্রতীকী ছবি।
বাগুইআটির দেশবন্ধুনগর হাসপাতালে এক শিশুর মৃত্যু ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল। পুলিশ জানায়, নারায়ণপুরের কাদিহাটির বাসিন্দা এক প্রসূতি গত সোমবার ওই
হাসপাতালে ভর্তি হন। সে দিনই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু বুধবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। এর পরেই
শিশুটির পরিজনেরা অভিযোগ তোলেন, চিকিৎসায় গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে এবং সময় মতো তাঁদের সেই খবর দেওয়া হয়নি। ঘটনাটি জানিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।
পরিবারের সদস্যেরা জানান, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের স্বাস্থ্য ভবনে যেতে বলে পুলিশ। কিন্তু পরে হাসপাতালে পুলিশ গেলে তাদের ঘিরে ধরেন শিশুটির বাড়ির লোকজন। তাঁরা জানান, দেশবন্ধুনগর হাসপাতালের পরিকাঠামো দুর্বল। তা সত্ত্বেও কেন শিশুটিকে সেখানে রেখে দেওয়া হল, সেই প্রশ্ন তাঁরা তোলেন।
যদিও হাসপাতালের সুপার উৎপল গোস্বামীর দাবি, ‘‘বাচ্চাটির ওজন স্বাভাবিকের তুলনায় কম ছিল। বুধবার আচমকাই তার অবস্থার অবনতি হয়। প্রায় সারা রাত বাচ্চাটির চিকিৎসা চলে। তা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। তবে শিশুটিকে রেফার করার মতো পরিস্থিতি ছিল না। বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়ারও কথা ছিল।’’