চাঙড় ভেঙে পড়ে মৃত ১

শিয়ালদহ কোর্ট ভবনের চাঙড় ভেঙে মারা গেলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তাঁর নাম সন্ন্যাসী হাজরা। অন্য দিকে, কাঁকুড়গাছির রামকৃষ্ণ সমাধি রোডে একটি আবাসনের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল ভাঙার ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৩
Share:

শিয়ালদহ কোর্ট ভবনের চাঙড় ভেঙে মারা গেলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তাঁর নাম সন্ন্যাসী হাজরা। অন্য দিকে, কাঁকুড়গাছির রামকৃষ্ণ সমাধি রোডে একটি আবাসনের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল ভাঙার ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার এক নাগাড়ে বৃষ্টি পড়ায় শিয়ালদহ কোর্ট বিল্ডিং থেকে চাঙড় ভেঙে যায়। নীচে দাঁড়িয়ে থাকা সন্ন্যাসীবাবুর মাথায় তা পড়ে। তাঁকে এনআরএস হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। রাতে সেখানেই তিনি মারা যান।

অন্য দিকে শনিবার দুপুরে বৃষ্টির সময় কাঁকুড়গাছির রামকৃষ্ণ সমাধি রোডে এক আবাসনের পাঁচিল ভেঙে পড়ায় আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। চার বছর আগে তৈরি হওয়া ওই আবাসনের পাঁচিল ভেঙে পড়ায় আবাসিকরা প্রোমোটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আবাসিকেরা জানান, বছর খানেক আগে ভূমিকম্পে পাঁচতলা আবাসনের উপর থেকে নীচ পর্যন্ত ফাটল দেখা দিয়েছে। তার উপর পাঁচিল ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়।

Advertisement

ওই আবাসনের নিরাপত্তারক্ষী কৃষ্ণকুমার গুপ্ত বলেন, ‘‘আওয়াজ শুনে গিয়ে দেখি, পাঁচিলের একাংশ ভেঙে পড়েছে। পাশেই বাচ্চারা খেলাধুলো করে। ভাগ্যিস সে সময়ে কেউ ছিল না।’’ আবাসিকদের অভিযোগ, মাস সাতেক আগে আবাসনে ফাটল ধরার পর প্রোমোটারকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। পাঁচিল ভেঙে পড়ায়, তাঁদের সন্দেহ নিম্নমানের সামগ্রী দিয়ে আবাসন নির্মিত হয়েছে। প্রোমোটার বরুণ গোয়েন‌্কা পাঁচিল ভেঙে পড়ার জন্য পাশের আবাসনের সুইমিং পুল নির্মাণকে দায়ী করেন। তাঁর কথায়, ‘‘যে জায়গায় পাঁচিল ভেঙে পড়েছে তার পাশেই একটি সুইমিং পুল হচ্ছে। পুলের জলে পাঁচিলের নীচের অংশ আলগা হয়ে পড়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement