দৈনন্দিন জীবনে এই 'ডান্স থেরাপি' ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে
এ যুগে মানুষের প্রয়োজন বডি মুভমেন্টের মাধ্যমে আত্মবিশ্বাস ধরে রাখা। কলকাতায় শুরু হয়েছে নতুন ডান্স থেরাপি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী আর্থার কিসুটু বলেছিলেন, ‘‘নাচ কেবল একটা শিল্পমাধ্যম নয়। নাচ আসলে জীবনের চেয়েও অনেক বড় যা মানুষের আবেগকে নিয়ন্ত্রিত করে তার অন্ধকার জীবনে আলো নিয়ে আসে। জীবন ফিরে পেতে শেখায়।’’
বিদেশে নাচশুধুমাত্র শিল্প বা পারফর্ম্যান্সের মধ্যে আটকে নেই। সেখানে বহু জায়গায়অবসাদ থেকে মুক্ত হতে ‘ডান্স থেরাপি’চালু হয়েছে।শুধু বিদেশ নয়। খাস কলকাতাতেও এই ডান্স থেরাপি চালু করেছে বিভিন্ন শিক্ষাকেন্দ্র।
আরও পড়ুন : শহরের অভিজাত ক্লাবে ব্যবসায়ীর রহস্যময় মৃত্যু
‘‘নাচ এমন একটা শিল্প যা জীবনকে আলোময় করে রাখে। এই ভাবনা থেকে ৭ জুলাই উত্তম মঞ্চে আমরা আধুনিক আর লোকনৃত্য ভাবধারার সমন্বয় ‘মিট্টি’উপস্থাপন করছি, যা এই অস্থির সময়ে মানুষের বেঁচে থাকার ভাবনা তুলে ধরবে,’’বললেন সংস্থার কর্ণধার প্রতিম রায়।