Cyclone Amphan

সরকারের সাহায্য চাইছে বইপাড়া

বইপাড়া খুলেছে এক সপ্তাহ হল। তবে এখনও সে ভাবে ব্যবসা জমেনি বলেই জানাচ্ছেন প্রকাশক ও বই বিক্রেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৩:০০
Share:

ছবি পিটিআই।

আমপানে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের পাশে দাঁড়াতে সরকারের কাছে আবেদন জানাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ার বিভিন্ন সংগঠন। ‘বঙ্গীয় প্রকাশক পুস্তক বিক্রেতা সভা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, সরকারি প্রকল্পের বই আগে প্রকাশকদের থেকে কেনা হত। সেই সব প্রকল্পের অনেকগুলিই বন্ধ হয়ে গিয়েছে। সেগুলি যদি সরকার আবার চালু করে, তা হলে প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন।

Advertisement

বইপাড়ার আর একটি সংগঠন ‘অল বেঙ্গল পাবলিশার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি স্বপনকুমার ঘোষ জানান, সরকারি প্রকল্পে বিভিন্ন পাঠাগারে বইও কেনা হত। সেগুলিও এখন বন্ধ। ওই প্রকল্পগুলিও আবার চালু করার আর্জি জানিয়েছেন তিনি। স্বপনবাবুর দাবি, ‘‘এ বার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরকারি পাঠাগারের বই প্রকাশকদের থেকে নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।’’

বইপাড়া খুলেছে এক সপ্তাহ হল। তবে এখনও সে ভাবে ব্যবসা জমেনি বলেই জানাচ্ছেন প্রকাশক ও বই বিক্রেতারা। এক প্রকাশকের কথায়, ‘‘বহু জায়গায় জল ঢুকে বই ছাপার যন্ত্র খারাপ হয়ে গিয়েছে। তাই সব বই এখন ছাপা কঠিন। চাহিদা অনুযায়ী পাঠ্যবইও জোগান দেওয়া যাবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement