Barasat

পুরকর্মীদের জন্য বাসের বারাসত রুটে ভিড়

সেই মতো বুধবার সকাল থেকেই শহরের উত্তর ও দক্ষিণ এবং সংলগ্ন জেলাগুলিতে কর্মীদের আনতে পৌঁছে যায় রাজ্য পরিবহণ দফতরের বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২০ ০৪:২২
Share:

প্রতীকী ছবি

গত শনিবার কলকাতা পুর কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন, ৮ জুন থেকে পুরকর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। ফলে সীমিত সংখ্যক বাসের ভরসায় গত ৮ তারিখ, কাজে যোগ দিতে প্রবল হয়রানির শিকার হয়েছিলেন কর্মীরা। এর পরেই কর্মীদের ক্ষোভে টনক নড়ে প্রশাসনের। সোমবারই সিদ্ধান্ত হয়, শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে কর্মীদের আনতে বিশেষ বাস পরিষেবা দেবে পুরসভা।

Advertisement

সেই মতো বুধবার সকাল থেকেই শহরের উত্তর ও দক্ষিণ এবং সংলগ্ন জেলাগুলিতে কর্মীদের আনতে পৌঁছে যায় রাজ্য পরিবহণ দফতরের বাস। কর্মীদের অনেকেই জানিয়েছেন, পুর কর্তৃপক্ষ যে যে জায়গা থেকে কর্মীদের তুলবেন বলেছিলেন, সেখানেই নির্দিষ্ট সময়ে বাস ছিল। কর্মীরা পুরসভার সচিত্র পরিচয়পত্র দেখিয়ে মাস্ক পরে বাসে ওঠেন। বেশির ভাগের দাবি, বাসে আসন সংখ্যা ওই সব রুটের কর্মী সংখ্যার তুলনায় বেশি থাকায় ঘেঁষাঘেঁষি করে বসতে হয়নি। তবে ব্যতিক্রম ছিল বারাসত রুট। সেখানে সব আসন তো ভর্তি ছিলই, উপরন্তু বহু কর্মীকে দাঁড়িয়ে যেতে হয়েছে বলে অভিযোগ। পুর স্বাস্থ্য দফতরের এক কর্মী রাজীব সরখেল বলেন, “বারাসত ডাকবাংলো মোড় থেকে বাসে উঠেছিলাম। ওই বাসে সব আসন ভর্তি ছিল। অনেক কর্মী দাঁড়িয়ে এসেছেন। তবে সবাই মাস্ক পরেছিলাম।”

বারাসত রুটের বাসে অতিরিক্ত যাত্রী থাকার কথা মানছেন ওই গাড়ির দায়িত্বে থাকা অঙ্কন সরকার। তিনি বলেন, “এত সংখ্যক কর্মী যে হবে, প্রথম দিন বলে বোঝা যায়নি। কর্তৃপক্ষকে জানাব, এই রুটে যাতে আরও একটি বাস দেওয়া হয়।”

Advertisement

পুর আধিকারিকেরা জানান, অতিরিক্ত বাস দেওয়া হবে কি না সে খবর জানা নেই। তবে এ দিন স্বাস্থ্য-বিধি মেনে কর্মীদের থার্মাল স্ক্যান করা হয়েছে, স্যানিটাইজ়ারও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাফাই-মন্ত্রে বিশ্বাস, তবু ধন্দ শহর জুড়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement