রাজারহাট

জ্যোতি বসুর মূর্তি ভাঙায় বিতর্ক

রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মূর্তি ভেঙে নালায় পড়ে থাকায় বিতর্ক বেধেছে রাজারহাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০০:০৬
Share:

উধাও মূর্তি। বাবলাতলার ওই ক্লাবে। ছবি: শৌভিক দে।

রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও প্রয়াত পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মূর্তি ভেঙে নালায় পড়ে থাকায় বিতর্ক বেধেছে রাজারহাটে। ঘটনার নিন্দা করেছে রাজ্য সরকার। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বুধবার বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

রাজারহাটের বাবলাতলা এলাকার তরুণ সেনগুপ্ত উপনগরী (২)-তে বাম আমলে তৈরি হওয়া একটি ক্লাবে ওই দুই প্রয়াত সিপিএম নেতার মূর্তি বসানো ছিল। সোমবার রাতে সেগুলি ভেঙে পাশের এক়টি নালায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ দিন বিধানসভায় বিষয়টি তোলেন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। উত্তরে পার্থবাবু বলেন, ‘‘ঘটনাটি নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ করছি। ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মূর্তি আবার বসানো হবে।’’ এর পরেই মন্ত্রী বলেন, ‘‘এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। স্থানীয় একটি ক্লাব এতে জড়িত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

স্থানীয় সিপিএম নেতা তথা রাজারহাট-গোপালপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস চট্টোপাধ্যায়ের এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেও পুলিশের কাছে লিখিত অভিযোগে সে কথা বলা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement