Elderly Man

বাড়িতে ৩ করোনা রোগী, বারান্দা থেকে ঝুলে ‘পালাতে গিয়ে’ হাজরায় মৃত্যু বৃদ্ধের

করোনা আতঙ্কে বারান্দায় কাপড় বেঁধে ওই বৃদ্ধ বাড়ি থেকে পালাতে গিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৫:৩১
Share:

—প্রতীকী চিত্র।

বাড়িতে তিন-তিন জন করোনা রোগী। আতঙ্কে তিন তলার বারান্দা থেকে ঝুলে নামতে গিয়েছিলেন। আর তা করতে গিয়েই হাত ফসকে পড়ে গিয়ে মৃত্যু হল ৯০ ছুঁইছুঁই বৃদ্ধের। বারান্দার রেলিংয়ে কাপড় বেঁধে, তা বেয়ে ওই বৃদ্ধ নীচে নামতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে তিনি আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

বুধবার সকালে দক্ষিণ কলকাতার ৭৭ নম্বর হাজরা রোডে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই পরিবারের তিন সদস্য করোনা আক্রান্ত। ৮৭ বছরের ওই ব্যক্তিও অসুস্থ ছিলেন। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। সেই অবস্থাতেই এই ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকাই বারান্দার রেলিংয়ে বাঁধা কাপড় ধরে ঝুলতে দেখা যায় ওই ব্যক্তিকে। তাতে শোরগোল পড়ে যায়। এলাকার মানুষ তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু কাপড় থেকে হাত ফসকে যায় ওই ব্যক্তির। বাড়ির নীচেই একটি গাড়ির শোরুম ছিল। শোরুমের বাইরে দাঁড়িয়েছিল একটি গাড়ি। সটান ওই গাড়ির উপরই এসে পড়েন বৃদ্ধ। তার পর মাটিতে পড়ে যান।

Advertisement

তড়িঘড়ি ওই ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। করোনা আতঙ্কেই তিনি বাড়ি থেকে পালাতে চাইছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়েছিলেন কি না, দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে পুলিশ। বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement