COVID-19

উত্তর কলকাতায় আরও এক কোভিড হাসপাতাল

উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে ৭৫ শয্যার কোভিড হাসপাতাল তৈরি করবে কলকাতা পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে ৭৫ শয্যার কোভিড হাসপাতাল তৈরি করবে কলকাতা পুরসভা। ওই এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের একটি আউটডোর ক্লিনিক আছে। সেটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। চারতলা ওই বাড়িই হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার ওই ভবন পরিদর্শন করেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ।

Advertisement

পরে অতীনবাবু জানান, বাড়িটি ঘুরে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন পুর স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। সেই রিপোর্ট পুরসভা ও রাজ্য স্বাস্থ্য দফতরের যৌথ বৈঠকে পেশ করা হবে। প্রস্তাবিত এই হাসপাতাল তৈরির কাজ যাতে দ্রুত হয়, সে দিকেও লক্ষ রাখা হবে বলে জানিয়েছেন বিধায়ক। চারতলা এই বাড়িটির নীচে অক্সিজেন প্লান্ট গড়ারও পরিকাঠামো আছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ওই ভবনে কোভিড হাসপাতাল গড়ার বিষয়ে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মত জানতে চেয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। উপাচার্য বৃহস্পতিবার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যেরা সর্বসম্মত ভাবে এই প্রস্তাবে সায় দিয়েছেন। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

Advertisement

অন্য দিকে, কলকাতা পুরসভার পাশাপাশি শহর ও শহরতলিতে জীবাণুনাশের কাজ করবে দমকলও। দমকলের তরফে জানানো হয়েছে, কলকাতা ও শহরতলিতে তারা এই কাজ করবে। তারই অঙ্গ হিসেবে এ দিন লেক টাউনে দমকলের গাড়ির মাধ্যমে জীবাণুনাশের কাজ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement