Coronavirus Lockdown

বিধি মেনে চালু হচ্ছে কিছু ক্যাব

পরিবহণ দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, মূলত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং করোনা মোকাবিলায় বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এই পরিষেবার অনুমতি দেওয়া হচ্ছে।

Advertisement

ফিরোজ ইসলাম 

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০১:৪১
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যেই জরুরি প্রয়োজনে মঙ্গলবার সীমিত সংখ্যক অ্যাপ-ক্যাব চালু করার অনুমতি দিল রাজ্য সরকার। তবে আপাতত কন্টেনমেন্ট এলাকা থেকে ক্যাব বুক করার সুবিধা মিলবে না। একই ভাবে কোনও কন্টেনমেন্ট এলাকায় যাওয়ার অনুমতিও মিলবে না। আপাতত কলকাতা, বিধাননগর, হাওড়া এবং ব্যারাকপুর পুর এলাকার মধ্যে এই পরিষেবা মিলবে। এর জন্য ওলা এবং উব্‌র, এই দুই সংস্থার কাছ থেকে ১০০টি করে গাড়ি পুলিশের ব্যবস্থাপনায় নেওয়া হবে।

Advertisement

পরিবহণ দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, মূলত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং করোনা মোকাবিলায় বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এই পরিষেবার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত রোগীর কেমোথেরাপি, রেডিয়োথেরাপি, ডায়ালিসিস জাতীয় চিকিৎসা প্রয়োজন, তাঁদের জন্যও ওই ক্যাব বুক করা যাবে। ক্যাবে যাতায়াতের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে আগে তাঁর যাত্রার কারণ জানিয়ে পুলিশের পোর্টাল থেকে অনুমতি (ই-পাস) নিতে হবে। ওই অনুমতি ক্যাব সংস্থার চালককে পাঠাতে হবে। যাবতীয় শর্ত পূরণ করলে তবেই ক্যাব বুক করা যাবে।

প্রতিটি ক্যাবে পিছনের আসনে সর্বাধিক দু’জন যাত্রী বসতে পারবেন। সামনে চালক ছাড়া কেউ বসতে পারবেন না। পারস্পরিক সংস্পর্শ এড়াতে চালক এবং পিছনের আসনের যাত্রীদের মাঝের অংশে স্বচ্ছ প্লাস্টিকের বিশেষ আবরণ লাগাতে হবে। চালককে মাস্ক ছাড়াও দস্তানা এবং ফেস কভার ব্যবহার করতে হবে। গাড়িতে স্যানিটাইজ়ার রাখার কথাও বলা হয়েছে। যাতে যাত্রীরা ক্যাবে ওঠার আগে হাত জীবাণুমুক্ত করে নিতে পারেন। চালকদের নিয়মিত গাড়ি জীবাণুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

প্রতিটি যাত্রার বিবরণ সংক্রান্ত তথ্য প্রয়োজনে পরিবহণ দফতর পরীক্ষা করতে পারবে বলেও খবর। কোন কোন অঞ্চল থেকে ক্যাব বুক করা যাবে, তা পুলিশের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত এবং পরিবর্তিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement