Coronavirus

অসুস্থদের বাড়ি ফিরতে সাহায্য

রেল সূত্রের খবর, সুব্রত রায় নামে ওই সাফাইকর্মী এ দিন রাতে এক অসুস্থ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজের ঘরে তুলে নিয়ে যান এবং সুস্থ করে তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৪:০১
Share:

প্রতীকী ছবি

লকডাউনে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির পাশে দাঁড়ালেন রেলের এক অস্থায়ী সাফাইকর্মী। নিজের সাইকেল দিয়ে তাঁর বাড়ি ফেরার ব্যবস্থাও করে দিলেন। সোমবার, বারাসত সংলগ্ন বামনগাছি স্টেশনের ঘটনা।

Advertisement

রেল সূত্রের খবর, সুব্রত রায় নামে ওই সাফাইকর্মী এ দিন রাতে এক অসুস্থ ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিজের ঘরে তুলে নিয়ে যান এবং সুস্থ করে তোলেন। জানা যায়, অসুস্থ ব্যক্তির নাম নারায়ণ দত্ত। চানাচুর বিক্রেতা নারায়ণ লকডাউনে হাওড়ার রাজচন্দ্রপুরে আটকে পড়েছিলেন। খেতে না পেয়ে হেঁটে ঠাকুরনগরের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে অসুস্থ হয়ে পড়েন। বুধবার সুব্রত বলেন, ‘‘ওঁর বাড়ি যাওয়ার উপায় নেই শুনে আমার সাইকেলটা আর কিছু টাকা দিই।’’ এ দিন সেই সাইকেল চালিয়েই ঠাকুরনগরে বাড়িতে পৌঁছন নারায়ণ। তিনি বলেন, ‘‘রাস্তায় দিন কাটাচ্ছিলাম। কিছুতেই বাড়ি ফিরতে না পেরে শেষে হাঁটা শুরু করি। তার পরে ওই ঘটনা।’’

অন্য দিকে, লকডাউনে দীর্ঘ পথ হেঁটে অসুস্থ হয়ে পড়া এক মহিলার পাশে দাঁড়াল কলকাতা পুলিশ। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছেলেকে দেখে হেঁটে ধর্মতলায় পৌঁছন হাওড়ার মন্দিরতলার বাসিন্দা মানসী ঘোষ। সেখানে তাঁকে অসুস্থ হয়ে পড়তে দেখে এগিয়ে আসেন সাউথ ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট দীপ্তিময় ঘোষ। তিনি ওই মহিলার বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেন।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement