প্রতীকী ছবি
লকডাউন ফাঁকি দিতে গাড়িতে লাগানো হয়েছিল সরকারি বোর্ড। গাড়ির এক দিকে লাগানো ছিল কেন্দ্রীয় সরকারি সংস্থার বোর্ড, আর অন্য দিকে রাজ্য সরকারের। আর সেটাই কাল হল। অভিযোগ, লকডাউনে পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতেই ওই ব্যবস্থা। বেআইনি ভাবে সরকারি বোর্ড ব্যবহারের অভিযোগে তাই পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে।
তদন্তকারীরা জানান, ঘটনাটি ঘটেছে শনিবার, নারকেলডাঙা থানা এলাকার গ্যাস স্ট্রিটে। ধৃতের নাম সন্দীপ গুপ্ত। বাড়ি মানিকতলা থানা এলাকার সতীন সেন সরণিতে। শিয়ালদহ আদালতের সরকারি কৌঁসুলি মৃন্ময় মিত্র জানান, ধৃতকে রবিবার আদালতে তোলা হলে পুলিশি হেফাজত হয়। ধৃতের থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার লেখা বোর্ড মিলেছে। তদন্তকারীদের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছেন পুলিশের নজর এড়াতে আরও কয়েকটি গাড়িতেও ওই ধরনের বোর্ড লাগিয়েছিলেন তিনি।
লালবাজার সূত্রের খবর, এ দিন নারকেলডাঙা থানার পুলিশ রাজাবাজারের গ্যাস স্ট্রিটে ডিউটি করছিল। কন্টেনমেন্ট জ়োনের জন্য ওই রাস্তার একটি দিক বন্ধ রয়েছে। সেখানে ওই পুলিশকর্মীরা সন্দীপের গাড়িটি দেখতে পান। গাড়ির সামনে লেখা ছিল ‘অন ইমার্জেন্সি টেলিকম ডিউটি, গভর্নমেন্ট অব ইন্ডিয়া’। আবার গাড়ির পিছনে লেখা ‘গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’। দু’ধরনের বোর্ড দেখে সন্দেহ হয় ওই পুলিশকর্মীদের। গাড়ি থামিয়ে চালককে জিজ্ঞাসা করলে তিনি নিজেকে সরকারি কর্মী বলে দাবি করেন। এক পুলিশকর্তা জানান, চালকের কথায় অসঙ্গতি থাকায় তাকে সরকারি নথি দেখাতে বলা হয়। কিন্তু তিনি কিছু দেখাতে না পারায় প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, লকডাউনে রাস্তায় যাতে সুবিধা মেলে তাই সরকারি বোর্ড ব্যবহার করছিলেন ওই যুবক। আর কোন কোন গাড়িতে এমন বোর্ড লাগানো হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)