Coronavirus

পুরসভার পরামর্শদাতা সরকারি ডাক্তারেরা

কলকাতা পুরসভা ইতিমধ্যেই বিভিন্ন বস্তি ও জনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্য সমীক্ষা শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ০৬:৫৭
Share:

প্রতীকী ছবি

কলকাতায় করোনা মোকাবিলার চিকিৎসায় গুণগত মান বাড়াতে পুরসভার চিকিৎসকদের সঙ্গে সমন্বয় রাখবেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তারেরা। বৃহস্পতিবার কলকাতা পুর ভবনে এক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা-সহ স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তা, এসএসকেএম, আর জি কর এবং নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

Advertisement

কলকাতা পুরসভা ইতিমধ্যেই বিভিন্ন বস্তি ও জনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্য সমীক্ষা শুরু করেছে। সেই কাজ আরও বিজ্ঞানসম্মত ভাবে করতে রাজ্য সরকার মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে বলে জানান পুর স্বাস্থ্য উপদেষ্টা তপনকুমার মুখোপাধ্যায়। আপাতত কলকাতার বিভিন্ন বরো এলাকায় তাঁরা পুরসভার চিকিৎসকদের পরামর্শ দেবেন। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো পুরসভার ১, ৩ এবং ৪ নম্বর বরো এলাকায় পরামর্শদাতা হিসেবে আর জি কর, ৫, ৬ এবং ৭ নম্বর বরোয় এন আর এস, এবং ৮, ১০, ১১, ১২, ১৪ ও ১৫ নম্বর বরোয় এসএসকেএমের দু’জন করে চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া পুরসভাকে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের দু’জন চিকিৎসককে।

আরও পড়ুন: দিন পাল্টে কর্মী এনে নিউ টাউনে পরিষেবা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement