Coronavirus

খাবার বিতরণ করলেন অস্থায়ী কর্মীরা

এক অস্থায়ী সাফাইকর্মী সুমিত চৌধুরী বলেন, “দিনমজুর-সহ বহু মানুষ কর্মহীন। সেই কারণেই আমরা ওই মানুষদের জন্য এক দিনের খাবারের আয়োজন করেছিলাম। আমরা ফের এই ধরনের কর্মসূচি নেব।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৪:২৪
Share:

প্রতীকী ছবি

নিজেদের টিফিনের জন্য রোজ বরাদ্দ ২০ টাকা। সেই টাকা বাঁচিয়ে আটকে পড়া শ্রমিক-সহ সমস্যায় পড়া বিভিন্ন মানুষকে সম্প্রতি খাবার বিতরণ করলেন কলকাতা পুরসভার অস্থায়ী সাফাইকর্মীরা। শামিল হলেন স্থায়ী সাফাইকর্মীরাও। পাটুলি, গড়িয়া, বাঘা যতীন-সহ আশপাশের এলাকার প্রায় ১৭৪ জন দুঃস্থ মানুষ ও শ্রমিককে তাঁরা সম্প্রতি খাবার দেন। মাংস-ভাত ছাড়া প্রত্যেককে একটি করে কমলালেবু আর জলের বোতল দেওয়া হয়। আগামী কয়েক দিনের মধ্যে ফের আরও একটি কর্মসূচি নেওয়া হবে বলে তাঁরা জানান।

Advertisement

ওই সাফাইকর্মীরা ১০১ নম্বর ওয়ার্ডে কাজ করেন। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সাফাইকর্মীদের সংখ্যা ১১০। এক অস্থায়ী সাফাইকর্মী সুমিত চৌধুরী বলেন, “দিনমজুর-সহ বহু মানুষ কর্মহীন। সেই কারণেই আমরা ওই মানুষদের জন্য এক দিনের খাবারের আয়োজন করেছিলাম। আমরা ফের এই ধরনের কর্মসূচি নেব।”

১০১ নম্বর ওয়ার্ডের আরও এক কর্মী দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা স্বতঃস্ফূর্ত ভাবেই প্রথমে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার কথা ভেবেছিলাম। পরে অন্যদেরও যথাসাধ্য সাহায্য করেছি। তাঁদের সেন্ট্রাল পার্কে খাওয়ানো হয়েছে।”

Advertisement

এ ছাড়াও ওই ওয়ার্ডের ১০০ দিনের এক কর্মী বাপি বারুই বলেন, “আমরা ৮০ থেকে ৮৫ জন কর্মী প্রায় হাজার দশেক টাকা কয়েক দিনের মধ্যেই কাউন্সিলরের মাধ্যমে কলকাতার মেয়রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement