ভিডিয়ো থেকে নেওয়া ছবি।
রবিবার রাত ন’টায় ৯ মিনিট। সারা দেশের সঙ্গে শহর কলকাতাও নিভিয়ে দিয়েছিল বৈদ্যুতিক আলো। লকডাউনের মধ্যে বেরিয়ে এসেছিল বারান্দায়, ব্যালকনিতে। হাতে মোমবাতি, প্রদীপ, টর্চ কিংবা মোবাইলের আলো।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর আহ্বানে কেমন সাড়া দিল তিলোত্তমা? কেমন ছিল সেই ছবি? আকাশ থেকে তোলা ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্তের ছবি। রাস্তার আলো জ্বললেও অধিকাংশ আবাসন, ফ্ল্যাট, বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয়।
রাত ঠিক ন’টা বাজতেই মহানগর প্রায় অন্ধকার। মূল রাস্তাগুলিতে আলো জ্বলছে। তবে সর্বত্র জনমানবহীন। ভিতরের দিকে আবছা। বাড়ি, আবাসন, ফ্ল্যাট সর্বত্রই বৈদ্যুতিক আলো নিভিয়ে জ্বলে উঠেছে মোমবাতি, প্রদীপ, টর্চ। সেই আলো-আঁধারির খেলায় সৃষ্টি হল অভূতপূর্ব এক মায়াবী পরিবেশ। যে ছবি আগে কখনও দেখেনি এই মহানগর।
ভিডিয়ো: অর্চিষ্মান সাহা।