Coronavirus

করোনা যুদ্ধে ৪০টি ওয়ার্ডে ভলান্টিয়ার

পুরসভা সূত্রের খবর, কলকাতার ৪০টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত পুর প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৩:৩৩
Share:

প্রতীকী ছবি

কলকাতার অন্তত ৪০টি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ওই সব এলাকায় এ বার বুথভিত্তিক স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার মনোনীত করার সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থাকে ওই দায়িত্ব দেওয়া হচ্ছে। ওই সব ওয়ার্ডে করোনা মোকাবিলার কাজকে অগ্রাধিকার দিতে সোমবার পুর ভবনে একটি জরুরি বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন রাজ্যের করোনা বিশেষজ্ঞ কমিটির সদস্য, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, ডেপুটি মেয়র অতীন ঘোষ, ওয়ার্ডগুলির জনপ্রতিনিধি এবং পুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। ওই বৈঠকের আগে রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক করেন মেয়র। সেখানে করোনা প্রতিরোধে কলকাতায় কী কী করা দরকার, তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ।

Advertisement

পুরসভা সূত্রের খবর, কলকাতার ৪০টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত পুর প্রশাসন। এই ওয়ার্ডগুলি পুরসভার ৪, ৫, ৬, ৭ এবং ৯ নম্বর বরো এলাকায়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওয়ার্ডগুলির কাউন্সিলরেরা এলাকায় বুথভিত্তিক স্বেচ্ছাসেবক মনোনীত করবেন। স্বেচ্ছাসেবকদের কাজ হবে এলাকায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করার তদারকি করা, বাসিন্দাদের স্বাস্থ্যের খবর নেওয়া। কেউ বাইরে বেরোতে না-পারলে তাঁর বাড়িতে খাবার পৌঁছনোর কাজও করবেন তাঁরা। অপ্রয়োজনে কেউ যাতে না-বেরোন, সে দিকে রোজ লক্ষ রাখা হবে।

মেয়র জানান, ওই ৪০টি ওয়ার্ডে পাঁচ জন করে বা তার বেশি বাসিন্দা করোনায় আক্রান্ত। সেখানে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য সম্পর্কে খবর নেওয়া হবে। কারও জ্বর হলে তাঁর লালারস পরীক্ষার কথাও বলা হয়েছে। তা ছাড়া, পুরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কাজগুলিও দেখভাল করবেন স্বেচ্ছাসেবকেরা। অতীনবাবু এ দিন জানান, কলকাতায় লালারস পরীক্ষার জন্য চারটি কেন্দ্র করছে পুর প্রশাসন। পুরসভার স্বাস্থ্যকর্মীদের এর জন্য প্রশিক্ষণ দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রশিক্ষণের পরে দ্রুত কেন্দ্রগুলি খোলা হবে।

Advertisement

আরও পড়ুন: গাড়িতে ভুয়ো সরকারি বোর্ড, ধৃত

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement