প্রতীকী ছবি।
করোনা সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে রবিবার ‘জনতা কার্ফু’ পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আর্জি জানিয়েছেন তিনি। ‘জনতা কার্ফু’ নিয়ে কী ভাবছে শহর কলকাতা? খোঁজ নিল আনন্দবাজার ডিজিটাল।
কার্ফুর আগের দিন অর্থাৎ শনিবার বিকেলে নিউমার্কেট চত্বর যেন ‘গড়ের মাঠ’। ক্রেতার সংখ্যা হাতে গুণে জনা কুড়ি। বেশির ভাগ দোকানের ঝাঁপ বন্ধ। যাঁরা দোকান খুলেছেন, তাঁরাও সাফ জানিয়ে দিয়েছেন, বিক্রিবাট্টা হচ্ছে না একেবারেই। কাল কী করবেন? “বন্ধ রাখব দোকান। এই জনতা কার্ফুর প্রতি সমর্থন রয়েছে আমাদের।” কিন্তু এক দিনের কার্ফুতে আদৌ লাভ কী? প্রশ্নে নিরুত্তর থাকলেন বেশির ভাগই।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা চার। আতঙ্ক যে ক্রমেই গাঢ় হচ্ছে সাধারণের মনে, আজকের ধর্মতলা চত্বর সে কথাই আরও এক বার মনে করিয়ে দিল।