Coronavirus

রেড জোন কলকাতার কোন কোন জায়গা অতি স্পর্শকাতর, দেখে নিন

২ নম্বর ওয়ার্ডের কোনও এলাকায় রেড জোন নেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ২৩:৫৮
Share:
০১ ২৭

কলকাতা সহ রাজ্যের চার জেলাকে করোনাভাইরাসের রেড জোন বা অতি অস্পর্শকাতর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। সোমবার সেই রেড জোনের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। ওয়ার্ডভিত্তিক শহর কলকাতার কোন কোন জায়গা করোনাভাইরাসের জন্য অতি স্পর্শকাতর, সেগুলি দেখে নিন।

০২ ২৭

১ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার ৩২/৯ বিটি রোড, ২২/৪/এইচ/৬ খগেন চ্যাটার্জি রোড, ২২ খগেন চ্যাটার্জি রোড, ২৬/৯ খগেন চ্যাটার্জি রোড পুরো বস্তি, ৯/এইচ/২২/২ কাশীপুর— কলকাতা ৩৩, ৯৫, ৯৬, ৯৯, ১০০ কাশীপুর রোড পুরো বস্তি, ২৬/৯ কেসি রোড, চিড়িয়া মোড় রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

Advertisement
০৩ ২৭

২ নম্বর ওয়ার্ডের কোনও এলাকায় রেড জোন নেই। ৩ নম্বর ওয়ার্ডে রয়েছে লাল ময়দান এলাকার এইচ/২২ জে কে ঘোষ রোড, কৃষ্ণ মল্লিক লেন এবং ৮৬ বেলগাছিয়া রোড, জে কে রোড, ৫১/২ অনাথ নাথ দেব লেন, টালা পার্ক অ্যাভিনিউয়ের অনাথ দেব লেন, মন্মথ দত্ত রোড। ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ১৩/এ/৬ রাজা মণীন্দ্র রোড, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর রাজা মণীন্দ্র রোড, রানি হর্ষমুখী রোড, চন্দ্রনাথ সিমলাই লেন রেড জোন।

০৪ ২৭

৫ নম্বর ওয়ার্ডের রেড জোনের মধ্যে রয়েছে ১০৭/১বি বেলগাছিয়া রোড (ক্ষুদিরাম বোস সরণি, ৯০ থেকে ১০৭/১বি বেলগাছিয়া রোড রেল কোয়ার্টার, কলকাতা স্টেশনের ঝুপড়ি, রাইচরণ সাধুখাঁ রোড, ২৬ ইন্দিরা বিশ্বাস রোড, ২৫, ২৬, ২৭ বেলগাছিয়া রোড, ওলাইচণ্ডী রোড বস্তি, জে কে ঘোষ রোড। এ ছাড়াও রয়েছে ২০/১/১ ক্ষুদিরাম সরণি, ২০ বেলগাছিয়া রোড, শিরীষ চৌধুরী লেন, নীলমণি মিত্র রোড, বনমালি চ্যাটার্জি লেন, তারক বোস লেন, রাজা সিউ ব্লক, শশীভূষণ চ্যাটার্জি লেন, শ্যামাচরণ মুখার্জি লেন।

০৫ ২৭

৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর এলাকার করিম বক্স রোড, ২৩/১ কাশীপুর রোড, ৮ নম্বর শেঠপুকুর রোড, ১ থেকে  ৯ নম্বর যোগেন মুখার্জি রোড, বঙ্গ সেন লেনগুলি রেড জোন। ৭ নম্বর ওয়ার্ডে রেড জোন রয়েছে বাগবাজারের বিধান সরণির ১/৫ শচীন মিত্র লেন, বোস পাড়া, বাগবাজার স্ট্রিট, আনন্দ চ্যাটার্জি লেন, গিরীশ অ্যাভিনিউ।

০৬ ২৭

৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কোনও রেড জোন নেই। তবে ১০ নম্বর ওয়ার্ডে রয়েছে ২০বি শ্যামপুকুর স্ট্রিট ও নবকুমার রাহা লেন। ১১ নম্বর ওয়ার্ডে শ্যামবাজার এলাকার ৩৬ নলিন সরকার স্ট্রিট, শিকদার বাগান স্ট্রিট, গণেন্দ্র মিত্র লেন ও অরবিন্দ সরণি রেড জোন। ১২ নম্বর ওয়ার্ডের বিধান সরণি এলাকার ভবনাথ সেন স্ট্রিট, দক্ষিণ সেন লেন, মোহনলাল স্ট্রিট, দেবনারায়ণ দাস লেন, আরজি কর রোড। ১৪ নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকার সারদা প্রসাদ বয়েজ স্কুলের কাছে পি১৩ সিআইটি (স্কিম ৮ এম) এবং ১০৯ উল্টোডাঙা মেন রোড, ৩৩/৪ই বিপ্লবী বারিন ঘোষ সরণি।  

০৭ ২৭

১৫ নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকার ২৩ ক্যানাল ওয়েস্ট রোড, বিবেকানন্দ রোড, মুন্সি পাড়া লেন, কলিমুদ্দিন লেন, কালী ব্যানার্জি লেন, ৪৬ সিমলা রোড, খাসমহল স্ট্রিট, মুন্সিপাড়া লেন, হাজি জাকারিয়া লেন, আরডি স্ট্রিট। এ ছাড়া রাজা দীনেন্দ্র স্ট্রিটের বিনায়ক টাওয়ারের ৩বি নম্বর ফ্ল্যাট, লালাবাগান নিরোদ বিহারি। ১৭ নম্বর ওয়ার্ডের ৯৩/৩ হরি ঘোষ স্ট্রিট, ভীম ঘোষ লেন, কাশী বোস লেন এবং রাম নারায়ণ ভট্টাচার্য লেন, ৩৭/১এ দুর্গাচরণ মিত্র স্ট্রিট, ছিদাম মুদি লেন, ব্ল্যাকোয়া স্কয়ার।

০৮ ২৭

১৮ নম্বর ওয়ার্ডের ৪৫৬এ ও ৪৫৬সি রবীন্দ্র সরণি, বি কে পাল অ্যাভিনিউ গরণহাটা স্ট্রিট, সোনাগাছি লেন, বিডন স্ট্রিট এলাকার ১/১ ইমাম বোস লেন, ইমরান বক্স লেন, নীলমণি মিত্র স্ট্রিট, ফকির চক্রবর্তী লেন, ডিসিএম রোড। জয় মিত্র স্ট্রিট, তারক চক্রবর্তী লেন, মসজিদ বাড়ি স্ট্রিট। বেনিয়াটোলা এলাকার ৮/১ নীলমণি মিত্র স্ট্রিট, রামচন্দ্র ঘোষ লেন, জারিফ লেন। ১৯ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকার ১০৩ বেনিয়াটোলা স্ট্রিট এবং বেনিয়াটোলা লেন রেড জোন।

০৯ ২৭

২০ নম্বর ওয়ার্ডের ১০৫ এমডি রোড, ২২ কাশী দত্ত স্ট্রিট রেড জোন। ২১ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকার ১০ নম্বর মণ্ডল স্ট্রিট, সুজেন্দ্র শেঠ লেন। এ ছাড়া রয়েছে ৫১/৪ স্ট্র্যান্ড রোড। ২২ নম্বর ওয়ার্ডের বড়বাজারের সোনাপট্টির ২ নম্বর নির্দোহার ঘাট স্ট্রিট, নেতাজি সুভাষ রোড এবং নলিনি শেঠ রোড। ২২ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার বড়তলা স্ট্রিটের ৮০ বেরসিরা, হরিরাম স্ট্রিট, দিঘবর জৈন টেম্পল রোড, রামকুমার রোহিত লেন, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট। ২৩ নম্বর ওয়ার্ডের পোস্তা এলাকার ২৫ শিব ঠাকুর লেন। ৭এ শিকদার পাড়া সেকেন্ড লেন। বড়বাজার এলাকার কালীকৃষ্ণ তাতার স্ট্রিট, রায় লেন, রাজা ব্রজেন্দ্র স্ট্রিট, শিকদার পাড়া স্ট্রিট, ৩ ও ১২ হাসপুকুর ফার্স্ট লেন, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট।

১০ ২৭

২৪ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকার ৯ খেলাথ ঘোষ লেন, ব্রজদুলাল স্ট্রিট ও লালমাধব মুখার্জি লেন, ১৫ নম্বর পিকে টেগোর স্ট্রিট। বড়বাজার এলাকার ৮ নম্বর কালী কৃষ্ণ টেগোর স্ট্রিট। ৪৮ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিট। বিডন স্ট্রিটের ১১/ই অক্ষয় দত্ত লেন, নিমতলা ঘাট স্ট্রিট, বৈষ্ণব শেঠ লেন। ২৫ নম্বর ওয়ার্ডের গিরিশ পার্ক এলাকার ৮/১ ডি বারানসী ঘোষ সেকেন্ড লেন।

১১ ২৭

২৬ নম্বর ওয়ার্ডের বিডন স্ট্রিট, জোড়াবাগান, রমেশ দত্ত স্ট্রিট, রামকৃষ্ণ বাগচি লেন। ২৭ নম্বর ওয়ার্ডের ৪/১/২ রাধাপ্রসাদ লেন, ১৭৩এ বিবেকানন্দ রোড। ২৮ নম্বর ওয়ার্ডের ২৮/এইচ/৫৫ রাজাবাজার দুঘকোঠি, রাজা রাজ নারায়ণ স্ট্রিট। নারকেলডাঙার ৭সি ডক্টর এম এন চ্যাটার্জি সরণী। ১৭/২/এইচ/৫ ও ১৫এইচএফ ক্যানাল ওয়েস্ট রোড, ২/বি/৪৫৫ ডক্টর এম এন চ্যাটার্জি সরণি, ২৫ হরিনাথ দে রোড।

১২ ২৭

৩৬ নম্বর ওয়ার্ডের রাজাবাজার এলাকার ১১/১/৮/১২ হরষি স্ট্রিট, কাইজার স্ট্রিটে রেলওয়ে কোয়ার্টার ২৪৭/সি- অফিসার্স কলোনি। ৩৭ নম্বর ওয়ার্ডের আমহার্স্ট স্ট্রিটের  পাটওয়ার বাগান লেন। ৩৮ নম্বর ওয়ার্ডের আমহার্স্ট স্ট্রিট এলাকার বেচু চ্যাটার্জি স্ট্রিট, হেরম্ব দাস লেন, ব্রজনাথ মিত্র লেন। ৩৯ নম্বর ওয়ার্ডের ১১০এ এমএম বর্মন স্ট্রিট, শম্ভু চ্যাটার্জি স্ট্রিট। ১৬৪/এ মুক্তারাম বাবু স্ট্রিট, মুক্তারাম বাবু সেকেন্ড লেন ও মিত্র লেন, বালক দত্ত লেন— জোড়াসাঁকো।

১৩ ২৭

৪০ নম্বর ওয়ার্ডের কলেজ স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট। বৌবাজারের ১৭/এইচ/৪ সুরেন্দ্রলাল পাইন লেন, রাধানাথ মল্লিক লেন, শ্রী গোপাল মল্লিক লেন, প্রতাপ চ্যাটার্জি লেন, ১২/২ হরিশ সিকদার পথ। ৪১ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার ১৪৫বি সিআর অ্যাভিনিউ। ৪২ নম্বর ওয়ার্ডের ২১২সি এম জি রোড। বড়বাজার এলাকার আমরাতলা স্ট্রিট, গোবিন্দ চাঁদ ধর লেন, আর্মোনিয়াম স্ট্রিট। ৪৩ নম্বর ওয়ার্ডে রয়েছে ৯৪ রবীন্দ্র সরণি, বৌবাজারের ৬০ ফেরাস লেন, সাগর দত্ত লেন, দেবেন্দ্রনাথ মল্লিক স্ট্রিট, ৩৪ হরিণ বারি লেন (চতুর্থ তল)। ৬০ নম্বর কলুটোলা স্ট্রিট। ৪৪ নম্বর ওয়ার্ডের ৩৫ ছাতাওয়ালা গলি, হলদি লেন, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কোহিনুর গেস্ট হাউসের সামনে ১ কবিরাজ রোড, ২০ কাজারিয়া স্ট্রিট, ১১৬/৫ এমজি রোড, নীলমাধব সেন লেন, মেডিক্যাল কলেজের বিসি রায় ছাত্রাবাস, সিআর অ্যাভিনিউ। ৪৭ নম্বর ওয়ার্ডের ১ নিউ বউবাজার লেন, গোপী বোস লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, ফকির দে লেন, হালদার লেন, দাস লেন, যদুনাথ দে রোড।

১৪ ২৭

৪৮ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকার ৪৫বি প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, মুচিপাড়ার ২২ ডক্টর জগবন্ধু লেন। ৫২/২ শ্রী গোপাল মল্লিক সরণী লেন, মধু গোপাল লেন, মদন দত্ত লেন, গোবিন্দ সেন লেন, রাম ব্যানার্জি লেন। শিয়ালদহ এ—লাকার বিবি গাঙ্গুলি স্ট্রিট, নবীণচাঁদ বোড়াল স্ট্রিট, ফোর ডে দেল, দুর্গা পিকচার লেন, ব্যানার্জি লেন। ৪৯ নম্বর ওয়ার্ডের আমহার্স্ট স্ট্রিট এলাকার ২৭ স্কট লেন, আমহার্স্ট স্ট্রিটের ২৭ স্কট লেন, রায় লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট। আমহার্স্ট স্ট্রিট (কলকাতা ৯), মমতা মুখার্জি রো।৫০ নম্বর ওয়ার্ডের রিফিউজি লেন, নটবর দত্ত রো, সার্পেন্টাইন লেন, শশী ভূষণ দে স্ট্রিট, সন্তোষ মিত্র স্কয়ার।

১৫ ২৭

৫৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার ৪৯/১ এসএন ব্যানার্জি রোড, তালতলা রোড, স্মিথ লেন। ৫৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার ৭এইচ/১১ হাতিবাগান রোড।৫৫ নম্বর ওয়ার্ডের এন্টালি এলাকার ৭৪ ডক্টর লালমোহন ভট্টাচার্য রোড, ১৩৮ এজেসি বোস রোড, এনআরএস কোয়ার্টার্স, ক্যানাল স্ট্রিট, ছাতুবাবু লেন, দেব লেন। সিআইটি রোড এলাকার পি-১৫ সিআইটি রোড, পামার বাজার, আনন্দ পালিত।  ৫৭ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ১/২ রানি রাসমনি গার্ডেন লেন, ১/১ ক্যানাল সাউথ রোড। ১৬/২/এইচ/৩ শিবতলা লেন, গুরি পাড়া, ১২/১ বেলিয়াঘাটা রোড। ৭০এ পূর্বায়ন, চিংড়িঘাটা, ক্যানাল সাউথ রোড।

১৬ ২৭

৫৬ নম্বর ওয়ার্ডের ৪/২ কনভেন্ট লেন, মতিঝিল বস্তি। এন্টালি এলাকার ১৫০/২বি দেবেন্দ্র চন্দ্র দে রোড, ডি সি দে রোড, আর এন রোড, ১১ গোবিন্দ খটিক রোড। ট্যাংরা এলাকার ২৫/১ রাধানাথ চৌধুরী রোড। ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ২৬, পি৪ ট্যাংরা স্ট্রিট (তৃতীয় তল), ২৫/বি ক্রিস্টোফার রোড, কুষ্টিয়া পার্ক রোড, ৬৭ ডিসি দে রোড, মুসলিম ক্যাম্প বস্তি। ধাপা এলাকার সাউথ বৈঁচতলা। ৫৯ নম্বর ওয়ার্ডের ৫১এ তিলজলা রোড, দারাপাড়া বস্তি তপসিয়া। ৮৩/২ তপসিয়া রোড সাউথ, বেকবাগান এলাকার ২এ অ্যান্ড বি লোয়ার রেঞ্জ। গোবিন্দ খটিক রোড। বেনিয়াপুকুর এলাকার ৭বি ডিহি শ্রীরামপুর রোড। পার্কসার্কাস এলাকার ৪৩ তপসিয়া সাউথ রোড।

১৭ ২৭

৬০ নম্বর ওয়ার্ডের বেনিয়াপুকুর এলাকার ১১ হরেকষ্ণ কোনার রোড, ৭/এইচ/১০ জাননগর রোড, ৭/বি মানসি দত্ত রোড এন্টালি কিম্বার স্ট্রিট, ওস্তাগার লেন, সুন্দরী মোহন অ্যাভিনিউ, ক্রিমেটোরিয়াম স্ট্রিট। এন্টালি এলাকার ৭/বি মানসী দত্ত রোড, বেনিয়াপুকুর, আঞ্জুমান রোড, এজেসি বোস রেড, ক্যান্টোফার লেন, তাঁতিবাগান, মফিদুল ইসলাম লেন, ওয়েলিংটন স্ট্রিট, গোরাচাঁদ লেন, কসাই পাড়া, ১৭/১ গোরাচাঁদ লেন। ৩৫এইচ/ও গোরাচাঁদ রোড, ৫০/সি বেনিয়াপুকুর লেন, ৪বি জাননগর রোড, সার্কাস অ্যাভিনিউ এলাকার বি৭/এইচ/১/২ কসাই পাড়া লেন, গোরাচাঁদ লেন, সানওয়ার্দি অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট। ৭৬ লিন্টন স্ট্রিট ক্রিমেটোরিয়াম স্ট্রিট।

১৮ ২৭

৬১ নম্বর ওয়ার্ডের ৩০ ম্যাকলিয়ড স্ট্রিট, পার্ক স্ট্রিট। সার্কাস অ্যাভিনিউয়ের ১২৭বি পার্ক স্ট্রিট। ৬২ নম্বর ওয়ার্ডের ৩৮ আলিমুদ্দিন স্ট্রিট, ১২/এইচ/৭ আগা মেহদি স্ট্রিট, ৩৫/৩ আলিমুদ্দিন স্ট্রিট, ২৪/১ শরিফ লেন, নবাব আবদুল লতিফ স্ট্রিট। ৬৩ নম্বর ওয়ার্ডের ১২/এইচ/১১ পার্ক স্ট্রিট, তালতলা, মির্জা গালিব স্ট্রিট, ময়রা স্ট্রিট, টট লেন। ৬৪ নম্বর ওয়ার্ডের সার্কাস অ্যাভিনিউ এলাকার ২২/৮/৭ ব্রাইট স্ট্রিট, ৬ করিম হোসেন লেন। সার্কাস অ্যাভিনিউয়ের ৮০/১ ওয়েস্ট রেঞ্জ। করেয়া এলাকার ২৪/২ ব্রাইট স্ট্রিট, ঝাউ তলা।

১৯ ২৭

৬৫ নম্বর ওয়ার্ডের— ৫৩/৩ ব্রাইট স্ট্রিট, ২৯এ/৮ ৪৩ পাম অ্যাভিনিউ, বালিগঞ্জ-৯এ তিলজলা লেন-নার্সিং হোস্টেল ৫৫ চ্যাটার্জি হার্ট ক্লিনিক, ডঃ বীরেশ গুহ স্ট্রিট-৬/এইচ/৮ সিকে লেন, তিলজলা লেন, এমও লেন-৬ মিঞাজান ওস্তাগার লেন, পার্ক সার্কাস, এমও লেন, সামসুল হুদা রোড। ৬৬ নম্বর ওয়ার্ডের—৬২জে তপসিয়া রোড, ৪৭ গোলাম জালানি খান রোড, ১৯৪/৪এ গুলচাঁদ রোড, ৫ডব্লিউ শাপ গাছি ফার্স্ট লেন, ৩৯ শাপ গাছি ফার্স্ট লেন, ৩০/২৪ রায় চরণ ঘোষ লেন, তিলজলা-২৫৫ নাফিস অ্যাপার্টমেন্ট, ৫৫৩ জিএল খান রোড-৭০এ তপসিয়া রোড, তপসিয়া সেকেন্ড লেন-১৭/১/১০ তপসিয়া রোড, ১১/১এ তপসিয়া রোড-৫ তপসিয়া ফার্স্ট সেন, তিলজলা ওয়েস্ট

২০ ২৭

৬৮ নম্বর ওয়ার্ডের— ৮৪বি বন্ডেল রোড, ফ্ল্যাট ১০৫, গড়িয়াহাট-৮২/৭ বালিগঞ্জ প্লেস, অনিল মিত্র রোড, রাসবিহারী অ্যাভিনিউ, জামির লেন, বালিগঞ্জ প্লেস ইস্ট, বালিগঞ্জ গার্ডেন, একডালিয়া রোড, কর্নফিল্ড রোড, শিন হো স্ট্রিট। ৯/৬ ফার্ন রোড। ৬৯ নম্বর ওয়ার্ডের— ১৩/১ এবং ৪এফ আহিরিপুকুর সেকেন্ড লেন, ফার্স্ট লেন, আহিরিপুকুর রোড, কড়েয়া-১০০/১ কড়েয়া রোড, বালিগঞ্জ, লোয়ার রেঞ্জ, কড়েয়া রো়ড, তারক দত্ত রোড, বেকবাগান রো, কর্নেল বিশ্বাস রোড, পারভেড শাহিদি সরণি-৪৭এ হাজরা রোড, বালিগঞ্জ, ৪৮, ৪৪, ৪১ হাজরা রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, দেওধর স্ট্রিট। ৩৯বি বেলতলা রোড, এলগিন, এল আর সরণি, শীতলা মন্দির-বালিগঞ্জ। ৭ ক্লার্ক স্ট্রিট-বালিগঞ্জ, পালিত স্ট্রিট।

২১ ২৭

৭০ নম্বর ওয়ার্ডের ১০/৪বি এলগিন রোড। ৭২ নম্বর ওয়ার্ডের ৫৬এ পদ্মপুকুর রোড। ৭৩ নম্বর ওয়ার্ডের রানিশঙ্করী লেন। ৭৪ নম্বর ওয়ার্ডের এলজেএস এনক্লেভ-কমান্ড হাসপাতাল-আলিপুর। ১৮/৪সি চেতলা হাট রোড, ২৮/১ জাজেস কোর্ট রোড, আফতাব মসজিদ লেন, গোপালনগর রোড, নব রায় লেন। ৭/২ ডায়মন্ড হারবার রোড, বডিগার্ড লাইন ও সিডব্লিউই ক্যাম্পাস। ৭৫ নম্বর ওয়ার্ডের ১৯/এইচ/৯ ওয়াটগঞ্জ। কোয়ার্টার নম্বর এফ৯-রেন্টাল হাউসিং, জর্জেস গেট রোড- হেস্টিংস।

২২ ২৭

৭৬ নম্বর ওয়ার্ডের ১৫/এইচ/৪ মোহনচাঁদ রোড, পদ্মপুকুর ইস্ট লেন, ওয়াগঞ্জ স্ট্রিটের অংশ, নাজির লেন। ৮/এইচ/৩২ জে কে রোড-একবালপুর, জয়কৃষ্ণ পাল রোড, বিশুবাবু লেন। ৭৭ নম্বর ওয়ার্ডের ৩এ গঙ্গাধর ব্যানার্জি লেন। ৭৮ নম্বর ওয়ার্ডের ১৮/১/৮/৭ মোমিনপুর রোড-খিদিরপুর। ৮ নম্বর এইচ/৩২ ভূকৈলাস রোড-একবালপুর। ৭৯ নম্বর ওয়ার্ডের ৪৯/৫ কার্ল মার্কস সরণী-খিদিরপুর, ৪৮ কেএম সরণী। ৮০ নম্বর ওয়ার্ডের ব্লক ১৯-ফ্ল্যাট ১৫- সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিসার্স কলোনি- গার্ডেনরিচ। ৮১ নম্বর ওয়ার্ডের ব্লক জে অ্যান্ড কালিঘাট রেলওয়ে সাইডিং কোয়ার্টার- নিউ আলিপুর। ৮২ নম্বর ওয়ার্ডের ২৫ সবজিবাগান লেন।

২৩ ২৭

৮৪ নম্বর ওয়ার্ডের কোয়ার্টার নম্বর ডি১/১ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান-শরৎ বোস রোড। ৮৫ নম্বর ওয়ার্ডের ৩৭ পণ্ডিতিয়া রোড- ফোর্ট ওয়েসিস কমপ্লেক্স। ৮৭ নম্বর ওয়ার্ডের লেক অ্যাভিনিউ। ১৪৭ এসপি মুখার্জি রোড- কালীঘাট। ১৫ থেকে ২৭ নম্বর এস আর দাস রোড। ১৪৮৮ নম্বর ওয়ার্ডের হাজি মহসিন রোড। ৯১ নম্বর ওয়ার্ডের কসবা এলাকার ১১৯/৩০ শরৎ ঘোষ গার্ডেন রোড। ৯৩ নম্বর ওয়ার্ডের ১৫/৬ রহিম ওস্তাগার রোড। 

২৪ ২৭

১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি থানা এলাকার ১৮ এপিসি পার্ক-বাঘাযতীন। ১০৪ নম্বর ওয়ার্ডের ৫০/২ হিন্দ রোড। ১০৭ নম্বর ওয়ার্ডের ইডি ৮৩ রাজডাঙা মেন রোড। ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকার চৌবাগা মাঝিপাড়া। ১০৯ নম্বর ওয়ার্ডের পূর্ব যাদবপুর থানা এলাকার চকগড়িয়ার ইউপিএল ০৫/১৩০১ উপহার লাক্সারি কমপ্লেক্স। পঞ্চসায়র এলাকার জে/আর শহিদ স্মৃতি কলোনি, বি/২৫ বাঘাযতীন পার্ক, নয়াবাদের ফ্ল্যাট নম্বর ২বি-২৭৭৫।

২৫ ২৭

১১০ নম্বর ওয়ার্ডের পাটুলি এলাকার ৬ ব্রিজি শিবতলা সেকেন্ড লেন, শ্রেয়ান বিবি টাউনশিপের এন৩৬৭ ফ্ল্যাট নম্বর ৭। ১১১ নম্বর ওয়ার্ডের গড়িয়ার ২৩ রামকৃষ্ণনগর। ১১৪ নম্বর ওয়ার্ডের আনন্দ পল্লি পূর্ব পুটিয়ারি। ১১৫ নম্বর ওয়ার্ডের ১২এ টাওয়ার টু, ডায়মন্ড সিটি, এমজি রোড, কেএমজি রোড, কেএম লেন, আর আর রোড। ১১৬ নম্বর ওয়ার্ডের নিউআলিপুর রায়বাহাদুর রোড, বিএল শাহ রোড। ১২৩ নম্বর ওয়ার্ডের ৫৬/৩এ/১ সন্তোষ রায় রোড। 

২৬ ২৭

১২৬ নম্বর ওয়ার্ডের ব্রজমণি দেবীয়া রোড, সুবানা পাড়া, নারায়ণ রোড, কেকে রোড, ডিএইচ রোড। ১৩১ নম্বর ওয়ার্ডের বেহালার পর্ণশ্রী এলাকার পি-২৮০ বেহালা এয়ারপোর্ট রোড। ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচ এলাকার বি-৫ প্রিন্স দিলওয়ারা ঝাঁ লেন। ১৩৫ নম্বর ওয়ার্ডের ১৭৩ পাহাড়পুর-মেটিয়াব্রুজ, জি১৯৭ শ্যামলাল লেন-গার্ডেনরিচ, ৪২/২ কসাই মহল্লা-গার্ডেনরিচ।

২৭ ২৭

১৩৬ নম্বর ওয়ার্ডের ২৬১/বি দেওয়ান বাগান, আক্রা রোড, এসএ ফারুক রোড। ফতেপুর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেন-মেটিয়াব্রুজের কাছে। ১৩৭ নম্বর ওয়ার্ডের আর ১২১ মসজিদ তালাব লেন-গার্ডেনরিচ, লিচু বাগান, কারবালা লেন। ৫১৭৬ কটন মিল লাইন-মেটিয়াব্রুজ। হালদারপাড়া মেরি রোড। ১৩৮ নম্বর ওয়ার্ডের টি১৮১/২/১ মিঠা তালাব বটতলা রাজাবাগান। ১৪১ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচ এলাকার ২৩/২৫/১ ডক্টর এ কে রোড, বদরতলা এবং ২৩/৬৫/৩ লেনিন রোড-বদরতলা, পাঁচ পাড়া খেয়াঘাট, নাদিয়াল রোড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement