প্রতীকী ছবি।
এ বার প্রতিদিনই চালু থাকবে কলকাতা-দিল্লি উড়ান পরিষেবা। লকডাউন ঘোষণার পর কলকাতার সঙ্গে অন্যান্য রাজ্যের মধ্যে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে পরিষেবা চালু হলেও, করোনা পরিস্থিতির কারণে পরিষেবায় কাটছাঁট করা হয়েছিল। সপ্তাহে ৩ দিন করে চলছিল কলকাতা-দিল্লি বিমান পরিষেবা। কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আগামী কাল থেকে প্রতিদিনই উড়ান যাতায়াত করবে কলকাতা-দিল্লির মধ্যে।
করোনার কারণে বিমান পরিষেবা নিয়ন্ত্রিত হওয়ায় যাত্রীরা সমস্যা পড়েছিলেন। এ বার নিয়মিত উড়ান চালু হলে দুর্ভোগ কমবে বলে মনে করছেন তাঁরা। তবে বিমান চড়তে হলে করোনার নিয়মবিধি মানতেই হবে। বিমানবন্দরেও কোভিড-১৯ প্রোটোকল মেনে চলতে হবে।
করোনা আবহে বিমান পরিষেবা শুরু হওয়ার আগে সংশ্লিষ্ট দুই রাজ্যের মধ্যে আলোচনা করেই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়ে থাকে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক। নিয়মিত পরিষেবার বিষয়ে রাজ্যের অনুমতি প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে রাজ্যের তরফে কোনও আপত্তি জানানো হয়নি বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: ঘণ্টাখানেক ধরে বিপর্যস্ত গুগল, বন্ধ ছিল জিমেল, ইউটিউব
আরও পড়ুন: নড্ডার গাড়িতে হামলার জের, কৈলাসও পেলেন বুলেটপ্রুফ গাড়ি