প্রতীকী ছবি।
বিধাননগর পুর এলাকায় করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। পুরসভা সূত্রের খবর, ২৮ ডিসেম্বর পর্যন্ত বিধাননগর পুর এলাকায় ১০৩ জন করোনায় সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। পুর কর্তৃপক্ষের দাবি, পুজোর পর থেকে যে ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছিল এবং মৃত্যুর ঘটনা ঘটছিল, সেটা কিছুটা কমেছে। পুরসভার হিসেব অনুযায়ী, ২৮ ডিসেম্বর পর্যন্ত বিধাননগর পুর এলাকার প্রায় ১৫ হাজার লোক সংক্রমিত হয়েছেন।
পুজোর পর থেকে করোনায় আক্রান্ত ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল। দৈনিক আক্রান্ত ১০০ ছাড়িয়েছিল। বর্তমানে তা ৫০-৬০-এর মধ্যে থাকছে। সুস্থতার হার অনেকটাই বেড়েছে। সংক্রমণের শুরু থেকে ২৮ তারিখ পর্যন্ত ১৪২৭৭ জন সুস্থ হয়েছেন এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৫৩।
বিধাননগরে করোনার রেখচিত্র নিম্নমুখী হলেও ফের তা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়দের একটি অংশ। কারণ, বিধাননগর, নিউ টাউন, লেক টাউনের বিনোদন পার্ক, রেস্তরাঁ, মলে বড়দিন থেকে বর্ষবরণ উৎসব পালনের ভিড় শুরু হয়েছে। এবং ওই সব জায়গায় মাস্ক ছাড়া, দূরত্ব-বিধি ভেঙে মানুষ চলাফেরা করছেন, এতেই আতঙ্ক বাড়ছে। ইকো পার্ক থেকে লেক টাউনের সার্ভিস রোড, বড়দিনে মানুষের ঢল নেমেছিল সর্বত্র। উৎসবের দিন ছাড়া অন্যান্য দিনেও নিয়ম না মানার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে।
পুর প্রশাসনের দাবি, করোনার রেখচিত্র বর্তমানে নিম্নমুখী। পুরকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক― সকলেই চেষ্টা করছেন। কিন্তু একাংশের হুঁশ ফিরছে না। বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর এক কর্তার মতে, ‘‘করোনা-বিধি মানা নিয়ে প্রশাসনের তরফে বার বার সচেতন করা হচ্ছে। কিন্তু মানুষ সচেতন না হলে সামনে বিপদ।’’