স্টার থিয়েটার
উত্তর কলকাতার স্টার থিয়েটার, দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চ-সহ যে সব প্রেক্ষাগৃহ কলকাতা পুরসভার অধীনে রয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে। সোমবার এই খবর জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। প্রসঙ্গত, এ দিন নবান্নে করোনা নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সিনেমা হল এবং প্রেক্ষাগৃহগুলি বন্ধ রাখার উপরে জোর দেন। তার পরেই মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন দেবাশিসবাবু। পুর ভবনে বিষয়টি নিয়ে এক বৈঠকও হয়।
পরে দেবাশিসবাবু জানান, পুরসভার অধীনে থাকা ছ’টি প্রেক্ষাগৃহে পুরোদমে অনুষ্ঠান হয়ে থাকে। সেগুলি হল স্টার থিয়েটার, উত্তম মঞ্চ, মোহিত মৈত্র মঞ্চ, বেলেঘাটায় বীরেন্দ্র মঞ্চ, সুকান্ত মঞ্চ ও বেহালা শরৎ সদন। আগামী ৩১ মার্চ পর্যন্ত হলগুলি বন্ধ রাখা হচ্ছে। যদি দেখা যায়, তার পরেও রোগ ছড়ানোর আশঙ্কা রয়ে গিয়েছে, তা হলে হল বন্ধ রাখার সময় বাড়ানো হবে।