Coronavirus

করোনাজয়ীদের জন্য স্বাস্থ্য শিবির

সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়েছে বলে দাবি ওই ওয়ার্ড কমিটির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ০১:৫১
Share:

প্রতীকী ছবি।

গত কয়েক মাসে সংক্রমণ ছড়িয়েছে দত্তাবাদ এলাকায়। শতাধিক ব্যক্তি সংক্রমিত হয়ে চিকিৎসাধীন ছিলেন, যাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সম্প্রতি ফের কয়েক জন সংক্রমিত হয়েছেন। এমতাবস্থায় ওই এলাকার করোনাজয়ীরা কেমন রয়েছেন, তা দেখতে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করল বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড।

Advertisement

রবিবার ওই ওয়ার্ডের কমিউনিটি হলে সুস্থ হয়ে ফিরে আসা ৬৮ জন করোনাজয়ীর সঙ্গে কথা বলেন চিকিৎসকেরা। বর্তমানে তাঁদের কোনও সমস্যা রয়েছে কি না বা কোনও সমস্যা দেখা দিলে কী ভাবে চিকিৎসা করাতে হবে, সে বিষয়ে জানানো হয় তাঁদের। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়েছে বলে দাবি ওই ওয়ার্ড কমিটির।

পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই ওয়ার্ডে ১২৮ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। যাঁর মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে। এখনও ৫ জন কোয়রান্টিন কেন্দ্রে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ওই ওয়ার্ডে স্বল্প পরিসরে ঘেঁষাঘেঁষি করে অনেকে থাকায় করোনাকে জয় করে ফেরার পরেও ভয় কাটছে না। তাই এ দিন চিকিৎসা সংক্রান্ত পরামর্শে তাঁরা যথেষ্ট উপকৃত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

Advertisement

স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত জানান, করোনাজয়ীদের চিকিৎসার বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। দত্তাবাদের মতো এলাকায় এর বিশেষ প্রয়োজন ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement