ছবি: সংগৃহীত
এ বার করোনায় আক্রান্ত হলেন হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী-সহ তাঁর পরিবারের চার সদস্য। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মিনতিদেবী।
হাওড়া জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্র, পুত্রবধূ-সহ এক পরিচারিকারও করোনা পজ়িটিভ পাওয়া গিয়েছে। মিনতিদেবীর পরিবার জানিয়েছে, কয়েক দিন ধরে আমপানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিতে ঘোরাঘুরি করছিলেন তিনি। সম্প্রতি তাঁর হাল্কা জ্বর ও সর্দি হয়। বুধবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট পজ়িটিভ আসে।
অন্য দিকে, লিলুয়া থানায় এক জন হোমগার্ড করোনা পজ়িটিভ হওয়ায় পুলিশ মহলে আতঙ্ক ছড়িয়েছে। কারণ ওই হোমগার্ড দিন কয়েক আগেও পুলিশ কমিশনারের বাংলোয় ডিউটি করেছেন।
এ দিকে, হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলা প্রশাসন আরও একটি সরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল করার সিদ্ধান্ত নিল। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উত্তর হাওড়ার টি এল জয়সওয়ালকে কোভিড হাসপাতাল করার সরকারি নির্দেশিকা ইতিমধ্যে জারি হয়েছে। এ নিয়ে হাওড়ায় কোভিড হাসপাতালের সংখ্যা দাঁড়াল ছয়।
জেলার এক স্বাস্থ্য আধিকারিক শুক্রবার বলেন, ‘‘আগামী সোমবার থেকে টি এল জয়সওয়াল কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত হবে। ২৬০ শয্যার হাসপাতালে শুধু করোনা আক্রান্তেরাই চিকিৎসা পাবেন।’’